মঙ্গলবার , ২৩শে সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ৮ই আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ - শরৎকাল || ১লা রবিউস সানি, ১৪৪৭ হিজরি

লামা-সুয়ালক সড়কের বেহাল দশা

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ১৯ জুন, ২০২৫
বান্দরবানের লামা -সুয়ালক সড়কের খানাখন্দে ভরে গেছে। এ কারণে প্রায়ই দুর্ঘটনা ঘটছে। এতে ঝুঁকি নিয়ে চলাচল করছে যানবাহন। খানাখন্দ থাকায় প্রতিনিয়ত দুর্ভোগ পোহাতে হচ্ছে জনসাধারণের।
যোগাযোগের মাধ্যম রাস্তা দিয়ে পার্শ্ববর্তী উপজেলা ও অভ্যন্তরীণ সড়কে লোহাগাড়া, ডিগ্রি খোলা,চকরিয়া, লামা- গজালিয়া,জেলা শহর বান্দরবান ও লামার সরই ইউনিয়নের মানুষ উপজেলা সদরসহ জেলা সদর হয়ে দেশের বিভিন্ন স্থানে চলাচল করেন।
জানা যায়, লামা সুয়ালক রোডে কম্পোনিয়া হতে  ১অধা কিলোমিটার পর থেকে টংগাঝিরি, ডাবল ব্রীজ, আন্দারি  প্রায় সাড়ে ৪ কিলোমিটার সড়ক। এ সড়ক দিয়ে প্রতিদিন বাস, জীব, ট্রাক, সিএনজি অটোরিক্সা, মোটরসাইকেলসহ ব্যাটারী চালিত যানবাহন উপজেলা সদরসহ দেশের বিভিন্ন স্থানে চলাচল করে। কিন্তু সড়কটি কয়েক বছর ধরে নামে মাত্র  সংস্কার করে দায়সারা কাজ করে এলজিইডি। টেকসই উন্নয়ন না হওয়ার কারনে প্রতি বছর বর্ষা মৌসুমে খানাখন্দে বেহাল অবস্থায় সৃষ্টি হয়েছে।
সরেজমিন দেখা গেছে, বৃহস্পতিবার (১৯ জুলাই) সড়কের বিভিন্ন স্থানে ঢালাই ওঠে পাথরের খোয়া,ইট ও বিভিন্ন অংশে পাহাড়ে মাটি উঠে  কাঁদা হয়ে পিচ্ছিল হয়েছে। ফলে যানবাহন চলাচল অনুপযোগী হয়ে গেছে। মানুষ হেঁটে রাস্তা পারাপার করছে। দেখা যায় কতগুলো গাড়ি উল্টো ব্যাক হয়ে চলে গেছে। অবস্থা খুবই খারাপ হয়ে গেছে।
এতে গর্তের সৃষ্টি হয়েছে। এতে করে বৃষ্টি হলেই গর্তের মধ্যে জমে থাকা পানিতে পড়ে ছোট ছোট যানবাহন ক্ষয়ক্ষতির শিকার হচ্ছে। যে কোন সময় দূর্ঘটনার হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়াও কৃষকেরা তাদের উৎপাদিত পন্য যথা সময়ে বাজারজাত করতে পারছে না। পাশাপাশি অসুস্থ রোগীর চিকিৎসা নিতে কষ্ট হচ্ছে।
সিএনজিগাড়ি চালক,আলা উদ্দীন, সৈকতসহ কয়েকজন জানান, এ রাস্তা দিয়ে প্রতিনিয়তই গজালিয়া, লামা,সরই, লোহাড়াগাড়া, লুলাইং, বান্দরবান টংগাবতিতে যাত্রী নিয়ে আসা যাওয়া করতে হয়। এখন রাস্তাটি ভাঙাচোরা ও খানাখন্দের কারণে চলাচল করা খুবই ঝুঁকিপূর্ণ। টানা বৃষ্টিতে উঁচু রাস্তায় ঢালুতে অনেক বেশি কাঁদায় যান চলাচল করা প্রায় অসম্ভব হয়ে গেছে৷ ফলে প্রায়ই দুর্ঘটনার কবলে পড়তে হচ্ছে। এছাড়া প্রায়ই তাদের যানবাহনের যন্ত্রাংশ বিকল হয়ে যাচ্ছে।
লামা উপজেলার সরই ইউনিয়নের বাসিন্দা যুবরাজ ত্রিপুরা,হাসিরাম,সুপিয়া ও মোঃ ইব্রাহীম জানান, গত কয়েক দিন হতে কয়েকটি জায়গায় আমাদের সড়কটির কাপেটিং উঠে গিয়ে খানাখন্দে বেহাল দশা হয়েছে। এটি সংস্কার করা জরুরি বলে জানান তারা।
স্থানীয় সরই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ ইদ্রিস কোং বলেন, প্রতি বছর বর্ষা আসছে রাস্তার খানাখন্দের সৃষ্টি হয়। গতবারও আমি ব্যক্তিগতভাবে সংস্কার করেছিলাম। এবারে আমার কিছু সীমাবদ্ধ রয়েছে। সরকারিভাবে দ্রুত সংস্কার করলে এলাকার জনসাধারণ উপকূল হবে।
লামা উপজেলা এলজিইডির প্রকৌশলী মোহাম্মদ আবু হানিফ জানান, লামা -সুয়ালক সড়কে সংস্কারের জন্য টেন্ডার হয়ে হয়েছে। বর্ষার জন্য ঠিকারদার কাজ শুরু করতে পারছে না৷

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।