সোমবার , ১৪ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ || ৩০শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ - বর্ষাকাল || ১৯শে মহর্‌রম, ১৪৪৭ হিজরি

মাদ্রাসা শিক্ষাকে সর্বাধুনিক করতে শিক্ষকদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে- প্রফেসর নুরুল হক

প্রকাশিত হয়েছে- শনিবার, ১৪ জুন, ২০২৫
মাদ্রাসা শিক্ষাকে সর্বাধুনিক করতে শিক্ষকদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ মাদ্রাসা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মিঞা নুরুল হক। তিনি বলেন, মাদ্রাসা শিক্ষা ব্যবস্থায় নানাবিধ সমস্যা বিদ্যমান। এ সমস্যাগুলো এক দিনে তৈরি হয়নি। এতগুলো সমস্যা সমাধানের জন্য কিছুটা সময় লাগবে। তবে দ্রুততম সময়ের মধ্যে সমাধানের চেষ্টা করবো ইনশাআল্লাহ। তিনি শনিবার (১৪ জুন) টাংগাইল জেলা শিল্পকলা একাডেমিতে মাদ্রাসা শিক্ষক সংগঠনগুলো আয়োজিত এক সমাবেশে উপর্যুক্ত কথাগুলো বলেন। করোটিয়া রোকেয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মফিজুল হকের সভাপতিত্বে ও অধ্যাপক ইকবাল হোসাইন বাদলের পরিচালনায় এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন টাংগাইলের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সঞ্চয় কুমার মহন্ত, আদর্শ সমাজ কল্যাণ পরিষদের টাংগাইল জেলা সভাপতি আহসান হাবীব মাসুদ,অধ্যক্ষ আব্দুল্লাহ তালুকদার, অধ্যক্ষ আলী আকবর, কুরতুবী ফাউন্ডেশনের চেয়ারম্যান হারুনর রশীদ খান,অধ্যক্ষ আফজাল হোসাইন,  মাওলানা আবুল হাশেম, আব্দুল লতিফ চৌধুরী প্রমুখ।
প্রধান অতিথি আরও বলেন, মাদ্রাসা শিক্ষার প্রশাসনিক সমস্যা যেমন আছে তেমনি শিক্ষকদেরও দূর্বলতা আছে। সময়মত ক্লাসে আসা,ঠিকমতো ক্লাস পরিচালনা করা, নকলে সহযোগিতা না করা এগুলো শিক্ষদের দায়িত্বের অন্তর্ভুক্ত। যেসকল শিক্ষক নকলে সহযোগিতা করে পরবর্তীতে শিক্ষার্থীরা সারাজীবন ঔ শিক্ষকদের অভিশাপ দিতে থাকে। তিনি বিভিন্ন মাদ্রাসা পরিদর্শনকালে যে সমস্যাগুলো পেয়েছেন সেগুলো আলোচনা করে সমাধানের উদ্যোগ নিতে শিক্ষকদের প্রতি অনুরোধ করেন। মাদ্রাসা শিক্ষা জাতীয়করণসহ নানাবিধ দাবির বিষয়ে তিনি আশ্বস্ত করে বলেন, এ ব্যাপারে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে  প্রয়োজনীয়
পদক্ষেপ গ্রহণ করবেন। বিশেষ অতিথির বক্তব্যে আহসান হাবীব মাসুদ বলেন, মাদ্রাসা শিক্ষাকে ধ্বংস করে দেওয়ার জন্য ফ্যাসিবাদীরা চেষ্টা করেছিল কিন্তু পারেনি, পালিয়ে গেছে। যারা  মাদ্রাসা  শিক্ষাকে ছোট করে দেখে অথবা ধ্বংস করতে চায় তাদের ব্যাপারে শিক্ষকদের সতর্ক থাকতে হবে। যাতে আগামীতে মাদ্রাসা শিক্ষা বিরোধী কেউ ক্ষমতায় আসতে না পারে। সমাবেশে টাংগাইল জেলার প্রতিটি মাদ্রাসা থেকে বিপুলসংখ্যক শিক্ষক অংশগ্রহণ করেন।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।