শুক্রবার , ১১ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ || ২৭শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ - বর্ষাকাল || ১৬ই মহর্‌রম, ১৪৪৭ হিজরি

নান্দাইলে মিথ্যা মামলায় এক পরিবারকে হয়রানি করার অভিযোগে সংবাদ সম্মেলন ও মানববন্ধন

প্রকাশিত হয়েছে- শনিবার, ১৪ জুন, ২০২৫
ময়মনসিংহের নান্দাইল উপজেলার ১২ নং জাহাঙ্গীরপুর ইউনিয়নের দেউলডাংরা গ্রামে মিথ্যা মামলা দিয়ে এক পরিবারকে হয়রানির অভিযোগের প্রতিবাদে সংবাদ সম্মেলন ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। অভিযুক্ত ব্যক্তির নাম একই গ্রামের আবুল কাশেমের পুত্র ইসহাক মিয়া (৩৫)।
সংবাদ সম্মেলনে নিজ স্বাক্ষরিত লিখিত বক্তব্যে অভিযোগকারী মোঃ মোসলিম উদ্দিন বলেন, আমার পিতা মৃত আঃ মতিন সহ আমার ভাই মোঃ সিদ্দিক মিয়া, আবু তাহের এবং হাবিবুর রহমান, মোঃ বিল্লাল মিয়া সর্ব সাং- দেউল ডাংরা, জাহাঙ্গীরপুর ইউনিয়ন, উপজেলা- নান্দাইল, জেলা- ময়মনসিংহ সহ অজ্ঞাতনামা ৪/৫ জনের পক্ষে একই গ্রামের মোঃ আবুল কাশেমের পুত্র মোঃ ইছহাক মিয়া (৩৫) আমাদের নামে বিজ্ঞ আদালতে সম্পূর্ন মিথ্যা মামলা দায়ের করে হয়রানী করে যাচ্ছে। আমাদের বিরুদ্ধে বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ০৯নং সিআর আমলী আদালত, ময়মনসিংহ নান্দাইল থানার সিআর মামলা নং-৩৬৯/২৩ইং তারিখ ০৫/১২/২০২৩ ধারা ৪০৬/৪২০/৫০৬/১০৯ পেনাল কোড দায়ের করে। বিজ্ঞ আদালত থেকে মামলাটি পুলিশ ব্যুরো অব ইসভেস্টিগেশন (পিবিআই) ময়মনসিংহ কে তদন্ত করে প্রতিবেদন দাখিল করার নির্দেশ প্রদান করে। পরবর্তী সময়ে পিবিআই ময়মনসিংহ থেকে উপ পরিদর্শক মোঃ মোস্তাফিজুর রহমান দীর্ঘ সময় মামলাটি তদন্ত করে বিগত ২৩/০৩/২০২৪ইং বিজ্ঞ আদালতে মামলার অপরাধের সত্যতা পাওয়া যায় নাই মর্মে প্রতিবেদন পেশ করেন। এরপর থেকে মামলার বাদী মোঃ ইছহাক মিয়া আমাদেরকে বিভিন্ন ভাবে হুমকী, নির্যাতন ও প্রাণ নাশের হুমকী দিয়ে যাচ্ছে। কোর্টে নারাজি প্রদান করেছে এবং আরও একটি মিথ্যা মামলা দায়ের করে আমাদের হয়রানী করে যাচ্ছে। বাদী অহেতুক ৩টি ননজুডিসিয়াল স্ট্যাম্পে ৫ (পাছ) লাখ টাকা লিখে আমাদের নিকট দাবী করে যাচ্ছে বলেও তিনি উল্লেখ করেন।
তিনি আরো বলেন, ওয়ার্ড মেম্বার মিলন মিয়া নিকট হইতে বাদী পক্ষ সই করা খালি স্ট্যাম্প নিয়ে যায়, পরে স্ট্যাম্পে টাকার অংক বসিয়ে বিগত আওয়ামীলীগের সময়ে টাকা আদায় করার জন্য আমাদেরকে নানাভাবে নির্যাতন করেছে। অথচ আমরা তার নিকট থেকে কোন টাকা গ্রহন করি নাই। আমরা বর্তমানে এই আওয়ামীলীগের সদস্য ও নেতা মোঃ ইছহাক মিয়ার হাত থেকে আমরা বাছতে চাই। স্বাভাবিক জীবন যাপন করার জন্য প্রশাসন ও সাংবাদিক ভাইদের সহযোগিতা চাই। এ সময় এলাকাবাসী,  প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনে এলাকাবাসীর ও বিবাদীর পক্ষে লিটন মিয়া, আব্দুল হাই রানা, হাফিজ উদ্দিন বক্তব্য প্রদান করে তারা মিথ্যা মামলা প্রত্যাহার ও মামলা কারী ইসহাক মিয়ার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।