সোমবার , ৭ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ || ২৩শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ - বর্ষাকাল || ১২ই মহর্‌রম, ১৪৪৭ হিজরি

প্রাণের টানে, বন্ধুত্বের মেলবন্ধনে মিলনমেলা

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ১২ জুন, ২০২৫
ব্যাপক উৎসাহ উদ্দীপনা দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার এসএসসি-৯৪ ও এইচএসসি-৯৬ ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা “সিগনেচার-৯৪ ” বন্ধু সম্মিলন ২০২৫ অনুষ্ঠিত।
বুধবার দিনব্যাপী দিনাজপুরের দ্যা গ্রান্ড এন্ড দাদু বাড়ি প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় এই দিনব্যাপী ব্যতিক্রমী আয়োজন।
শতাধিক বন্ধু এবং তাঁদের পরিবারবর্গের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পরিণত হয় এক আনন্দময় মিলনস্থলে। সকালে নাশতা দিয়ে শুরু হয়ে একে একে জমে ওঠে খেলাধুলা, সাংস্কৃতিক পরিবেশনা, হাস্যরস, স্মৃতিচারণ আর প্রাণখোলা আড্ডার আসর।
অনেকেই দীর্ঘদিন পর পুরনো বন্ধুদের সঙ্গে দেখা করে আপ্লুত হন। কারও সঙ্গে স্ত্রী-সন্তান, আবার কেউ একাই এসেছেন, তবুও সবার মুখেই ছিল বন্ধুত্বের উচ্ছ্বাস আর স্মৃতির আলোয় ভেজা চোখ।
এই মিলন মেলায় এক বন্ধু আবেগ ধরে রাখতে না পেরে বলেন, “আমি একা এসেছিলাম, পরিবার নিয়ে আসতে পারিনি। কিন্তু দাদু বাড়ির পরিবেশ আর বন্ধুদের আন্তরিকতা আমাকে মুহূর্তেই ফিরে নিয়ে গেছে সেই স্কুল জীবনে।”
বাচ্চাদের আনন্দ দিতে আয়োজন ছিল ‘বালতিতে বল নিক্ষেপ’ প্রতিযোগিতা, যেখানে বড়রাও অংশ নিয়ে শিশুদের মতো মজা করেন। এ ছাড়া চলতে থাকে গান, কবিতা, গজল, অভিনয়, কৌতুক এবং উন্মুক্ত নৃত্য পরিবেশনা—সব মিলিয়ে যেন ছিল এক সম্পূর্ণ সাংস্কৃতিক উৎসব।
 এই মিলন মেলার আয়োজনের নেপথ্যে ছিলেন সংগঠনের উপদেষ্টা পরিষদ, সভাপতি মোঃ শামীম আকতার (সজীব), সাধারণ সম্পাদক মোঃ হারুনুর রশিদ (কাঞ্চন), সহ-সভাপতি, যুগ্ম সম্পাদক, সাংগঠনিক সদস্য ও অন্যান্য নেতৃবৃন্দ। তাঁদের ঐকান্তিক প্রচেষ্টায় এ আয়োজন হয়ে ওঠে বন্ধুত্বের এক অনন্য উদাহরণ।
আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়, “বন্ধুদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি আর ভালোবাসায় এই মিলনমেলা সার্থক হয়েছে। আগামী দিনে আরও বড় পরিসরে, আরও আনন্দঘন পরিবেশে আবার দেখা হবে, ইনশাআল্লাহ।”
সিগনেচার-৯৪ বন্ধু সম্মিলন ২০২৫ কেবল একটি অনুষ্ঠান নয়, এটি ছিল স্মৃতির টান, ভালোবাসার বন্ধন এবং ভবিষ্যতের জন্য এক অনুপ্রেরণার দিন। বন্ধুত্ব যে কেবল অতীতের নয়—তা আজকের এই মিলনমেলাই প্রমাণ করল।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।