অভয়নগর উপজেলায় পৃথক দুই স্থানে পৃথক দুটি ঘটনায় দুইজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার সকালে উপজেলার নওয়াপাড়া পৌরসভার বৌবাজার এলাকায় জেসমিন বেগম (৪৪) নামের এক গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়েছে। তার গলায় ওড়না পেঁচানো এবং ঝুলন্ত অবস্থায় তার মরদেহ পরিবারের সদস্যরা উদ্ধার করে। নিহত জেসমিন বেগম খুলনা জেলার ফুলতলা উপজেলার দক্ষিণডিহী গ্রামের আবদুল গণি সরদারের মেয়ে। নিহতের পরিবারের সদস্যরা জানান, জেসমিন বেগম তার স্বামী মো. বিল্লাল হাওলাদার ও তাদের দুটি সন্তান নিয়ে বৌবাজার এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন। এলাকাবাসীরা জানান, স্বামীর সাথে ঝগড়া করে জেসমিন বেগম হয়তবা আত্মহত্যা করেছেন। অপরদিকে জেসমিন বেগমের বাবার পরিবার থেকে জেসমিনের মৃত্যু আত্মহত্যা নয় বলে দাবি করছেন। অভয়নগর থানা পুলিশ জানায়, অভিযোগ পেলে মরদেহের ময়না তদন্তের পর বিষয়টি নিশ্চিত হওয়া যাবে। অপরদিকে ভৈরব নদে নিখোঁজ হওয়া দিদার মোড়ল (৭০) নামের এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ডুবুরিদল। সোমবার সকালে উপজেলার দেয়াপাড়া গ্রামের মৃত জয়েন উদ্দিনের ছেলে দিদার মোড়ল ভৈরব নদে গোসল করতে গিয়ে নিখোঁজ হন। ওইদিন বিকালে তার মরদেহ স্থানীয় ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের কর্মীরা উদ্ধার করে।

রবিবার , ৬ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ || ২২শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ - বর্ষাকাল || ১১ই মহর্রম, ১৪৪৭ হিজরি
অভয়নগরে পৃথক দুটি ঘটনায় দুইজনের ম*র*দেহ উদ্ধার
প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ১২ জুন, ২০২৫