সিরাজগঞ্জের সলঙ্গা থানার এরান্দহে তুচ্ছ ঘটনায় স্ত্রীকে গলাকেটে হত্যা করেছে ঘাতক স্বামী।এরপর নিজের গলায় ছুরি চালিয়ে স্বামী আত্মহত্যার চেষ্টা করায় বর্তমানে হাসপাতালে ভর্তি আছে ঘাতক স্মামী। ঘটনাটি ঘটেছে,থানার নলকা ইউপির এরান্দহ গ্রামের কারিগর পাড়ায় বুধবার দিবাগত রাত আড়াইটার দিকে। পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়,এরান্দহ গ্রামের আজিজ কসাইয়ের মেয়ে রোজিনা (৩০) কে পাশ্ববর্তী ব্রঞগাছা ইউপির বামনভাগ গ্রামের মোকছেদ আলীর ছেলে আ: মোতালেব (৪৫) এর সাথে বিয়ে দেয়। বিয়ের পর হতে মোতালেব ঘর জামাই হিসেবে শ্বশুর বাড়িতেই থাকে।সংসারে মাহিয়া নামের ৮ মাসের একটি কন্যা সন্তানও তাদের রয়েছে। বুধবার দিবাগত রাতে সামান্য কথা কাটাকাটির জের ধরে গভীর রাতে রোজিনাকে স্বামী নিজেই ধারালো ছুরি দিয়ে স্ত্রী রোজিনাকে গলাকেটে হত্যা করে।এরপর ছুরি দিয়ে নিজেই আবার নিজের গলাকাটা কেটে আত্মহত্যার চেষ্টা করলে প্রতিবেশীরা টের পায়। পরে মুমুর্ষ অবস্থায় ঘাতক স্বামী মোতালেবকে প্রথমে সিরাজগঞ্জ সদর ও পরে শহীদ মনসুর আলী মেডিকেল হসপিটালে ভর্তি করে। ঘটনার খবর পেয়ে সলঙ্গা থানার ওসি হুমায়ন কবীর সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করেন। এ ঘটনায় সলঙ্গা থানায় একটি হত্যা মামলা দায়ের হয়েছে বলে সলঙ্গা থানার ওসি নিশ্চিত করেন।

মঙ্গলবার , ৮ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ || ২৪শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ - বর্ষাকাল || ১৩ই মহর্রম, ১৪৪৭ হিজরি