মঙ্গলবার , ৮ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ || ২৪শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ - বর্ষাকাল || ১৩ই মহর্‌রম, ১৪৪৭ হিজরি

অপহরণের ৮ দিন পর সীমান্ত থেকে যুবক উদ্ধার

প্রকাশিত হয়েছে- বুধবার, ১১ জুন, ২০২৫
অপহরনের প্রায় দীর্ঘ ৮দিন পর আলীকদম উপজেলার নয়াপাড়া ইউনিয়নের ৫নং ওয়ার্ডের বাসিন্দা মোঃ দুলাল মিয়া নামে এক যুবককে উদ্ধার করা হয়েছে।
বুধবার (১১ জুন) দুপুরে কুরুপপাতা ইউনিয়নের মেনছন পাড়ায় উদ্ধার হওয়া সহায়তায় ছিলেন স্থানীয় বিজিবি, পুলিশ, উপজেলা বিএনপির সিনিয়র নেতৃবৃন্দের মধ্যে জুলফিকার আলী ভুট্টো, এম. মনসুর আলম, ফরিদুল আলম, ৩নং নয়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম. কফিল উদ্দিন, ৫নং ওয়ার্ড মেম্বার বসির আহমদ, কুরুপপাতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ক্রাতপুং ম্রো এবং ইয়াংরিং কারবারী সহ অনেকেই।
অত্র এলাকার জনগনের সহযোগিতায় কোন প্রকার মুক্তিপন ছাড়াই উদ্ধার কাজ সম্পন্ন করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানায়, ৮ দিন পর বান্দরবনের আলীকদম গত ৩ জুন দুপুরে বান্দরবানের আলীকদম উপজেলার কুরুকপাতা ইউনিয়নের ছোটবের্তী এলাকায় গয়াল গরু কিনতে গিয়ে নিখোঁজ হন দুলাল মিয়া নামের এক যুবক।তিনি অপহরণের শিকার হন এবং তাকে মায়ানমার সীমান্তের অভ্যন্তরে নিয়ে যাওয়া হয়।
অবশেষে স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং প্রশাসনের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় আজ ১১ জুন দুলাল মিয়াকে উদ্ধার করা সম্ভব হয়েছে। নিখোঁজ থাকা এই ৮ দিনজুড়ে দুলাল মিয়ার পরিবারের উৎকণ্ঠা এবং জনগণের উদ্বেগ এখন কিছুটা হলেও প্রশমিত হয়েছে।
স্থানীয়রা জানান, এই ঘটনাটি সীমান্ত অঞ্চলের নিরাপত্তা, মানব পাচার ও চোরাচালানের ঝুঁকি নিয়ে নতুন করে ভাবার সুযোগ করে দিয়েছে। আমরা আশা করি প্রশাসন বিষয়টি আরও গুরুত্বসহকারে বিবেচনা করে ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি রোধে কার্যকর পদক্ষেপ নেবে।
আলীকদম নয়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম.কফিল উদ্দীন জানান, সবার সহায়তায় কোন মুক্তিপণ ছাড়াই আমরা যুবককে উদ্ধার করতে সক্ষম হয়েছি।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।