বুধবার , ১৬ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ || ১লা শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ - বর্ষাকাল || ২১শে মহর্‌রম, ১৪৪৭ হিজরি

বান্দরবানে ঈদের ছুটিতে পর্যটকদের ঢল 

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ১০ জুন, ২০২৫
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে টানা ছুটিতে পাহাড়, মেঘ আর প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে দেশি পর্যটকদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে বান্দরবানের বিভিন্ন পর্যটন কেন্দ্রে।
মঙ্গলবার (১০ জুন) জেলার নীলাচল, মেঘলা, প্রান্তিক লেক, শৈলপ্রপাত, চিম্বুক, নীলগিরি ও রুমার বগালেকসহ জনপ্রিয় পর্যটন স্পটগুলো ঘুরে এমন চিত্র দেখা যায়।
বাংলাদেশের তিন পার্বত্য জেলার অন্যতম বান্দরবান প্রকৃতিপ্রেমী ভ্রমণপিপাসুদের জন্য এক স্বর্গরাজ্য। আঁকাবাঁকা পথ, উঁচুনিচু সবুজ পাহাড়, ঝর্ণা, জলপ্রপাত আর নদ-নদীর মিলনে গঠিত এই জেলা পর্যটকদের জন্য সবসময়ই আকর্ষণীয়।
ঢাকা থেকে ১০ জনের একটি বাইক রাইডার টিম নিয়ে আসা পর্যটক হাফিজুর রহমান বলেন, “দীর্ঘদিন পর প্রকৃতির অপার সৌন্দর্য উপভোগ করতে পেরে ভালো লাগছে। আশা করছি সামনে কেওক্রাডং ও চিংড়ি ঝর্ণার মতো জায়গাগুলোও পর্যটকদের জন্য খুলে দেওয়া হবে।”
প্রথমবার বান্দরবান ঘুরতে আসা মো. হিমু রায়হান বলেন, “সবুজে ঘেরা পাহাড়ের সৌন্দর্য সত্যিই অসাধারণ। তবে দীর্ঘদিন বন্ধ থাকার পর খোলা হওয়ায় কিছুটা থাকা-খাওয়ার সমস্যা হচ্ছে।”
হলিডে ইনন ও ইকোসেন্স রিসোর্টের মালিক জাকির হোসেন জানান, “বর্ষার শুরুতে পাহাড় আর মেঘের অপরূপ দৃশ্য দেখতে অনেক পর্যটক আসছেন। ইতোমধ্যে ৯ ও ১০ জুন পর্যন্ত আমাদের রিসোর্টগুলো শতভাগ বুকড রয়েছে বলে জানান তিনি।
হোটেল গ্র্যান্ড ভ্যালির ম্যানেজার মো. ইসমাইল হোসেন সুমন বলেন, “ঈদের দীর্ঘ ছুটিকে ঘিরে ১০ জুন পর্যন্ত আমাদের সব রুম বুকড। এবার পর্যটকদের উপস্থিতি আশানুরূপ, যা পর্যটন খাত সংশ্লিষ্ট ব্যবসায়ী ও কর্মচারীদের মধ্যে সন্তুষ্টি এনেছে।”
বান্দরবান হোটেল-মোটেল ও রিসোর্ট ওনার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক এবং হোটেল ‘আরণ্য’র মালিক মো. জসিম উদ্দিন জানান, “বান্দরবান সদরের ৭৩টি হোটেল ও রিসোর্টে প্রায় ৫ হাজার পর্যটক ধারণ ক্ষমতা রয়েছে। ৯ ও ১০ জুন পর্যন্ত সবগুলো বুকিং সম্পন্ন হয়েছে।”
এদিকে বান্দরবান ট্যুরিস্ট রিজিয়নের পুলিশ সুপার (এসপি) হাসান ইকবাল চৌধুরী জানান, টানা ঈদের ছুটিতে জেলায় প্রচুর পর্যটকের আগমন ঘটেছে। দেবতাখুম, নীলাচল, মেঘলা, শৈলপ্রপাত, চিম্বুকসহ গুরুত্বপূর্ণ স্পটগুলোতে পর্যটকদের নিরাপত্তা নিশ্চিতে দুই শিফটে ট্যুরিস্ট পুলিশ মোতায়েন রয়েছে। তিনি সকল পর্যটককে নিরাপদ ও আনন্দদায়ক ভ্রমণের জন্য প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।