মো: আলমগীর হোসেন :
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয়ের প্রতিষ্ঠান পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশন পাবনা উপ-পরিচালকের কার্যালয়ে স্বাধীন বাংলাদেশের স্থপতি, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী , রাজনীতির মহাকবি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদত বার্ষিকী উপলক্ষ্যে এক আলোচনা সভা, বৃক্ষরোপন ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। পিডিবিএফ, পাবনা উপ-পরিচালক গোলাম মোস্তফার সভাপতিত্বে উক্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন, পাবনা সদর উপজেলার সিনিয়র দারিদ্র্য বিমোচন কর্মকর্তা মো: আশরাফ আলী, আটঘরিয়ার উপজেলার দারিদ্র্য বিমোচন কর্মকতা মো: আবুল হোসেন, ঈশ্বরদীর উপজেলার দারিদ্র্য রিমোচন কর্মকর্তা মো: আমিরুল ইসলাম,
সিনিয়র হিসাব কর্মকর্তা মো: নাদের আলী, সহকারী হিসাব কর্মকর্তা মো: মোজাফফর আল মাসুদ, উপসহকারী পরিচালক মো: রফিকুল ইসলাম, এডিবিও রকিব চৌধুরী, সেলপ কর্মকর্তা মো: রফিকুল ইসলাম , এহছানুল কবির ও আলমগীর হোসেন প্রমুখ। জাতির পিতার স্বপ্ন ক্ষুধা ও দারিদ্র্য মুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে সমিতির সদস্যাদের মাঝে ভেষজ ও ফলজ বৃক্ষের চারা বিতরন করা হয় । শেষে জাতির পিতা সহ সকল শহীদদের স্মরনে দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয় ।