বুধবার , ৯ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ || ২৫শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ - বর্ষাকাল || ১৪ই মহর্‌রম, ১৪৪৭ হিজরি

ঈদুল আযহা উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা ওয়াজ উদ্দিন

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ৫ জুন, ২০২৫

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন পাবনার ভাঙ্গুড়া উপজেলার অষ্টমনিষা ইউনিয়ন বিএনপি’র সদস্য সচিব ও অষ্টমনিষা ইউনিয়ন যুবদলের সাবেক সাধারন সম্পাদক মো: ওয়াজ উদ্দিন।

এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “ঈদুল আযহা ত্যাগ ও কোরবানির মহিমায় উদ্ভাসিত একটি গুরুত্বপূর্ণ ধর্মীয় উৎসব। এই ঈদ আমাদের পরস্পরের প্রতি সহমর্মিতা, সৌহার্দ্য এবং মানবিক মূল্যবোধের শিক্ষা দেয়। সমাজে শান্তি ও সম্প্রীতি বজায় রাখতে ঈদের প্রকৃত শিক্ষা ও তাৎপর্য সবার মাঝে ছড়িয়ে দিতে হবে।”

তিনি আরও বলেন, “আসুন, ঈদুল আযহার এই পবিত্র দিনে হিংসা-বিদ্বেষ ভুলে আমরা সবাই মিলেমিশে একসাথে সুখ-দুঃখ ভাগাভাগি করি। আল্লাহ যেন আমাদের কোরবানি কবুল করেন এবং এই উৎসব আমাদের জীবনে বয়ে আনে শান্তি ও কল্যাণ।”

এছাড়াও তিনি দেশবাসীর সার্বিক মঙ্গল, সুস্থতা ও সমৃদ্ধি কামনা করেন এবং দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতিতে গণতন্ত্র, ন্যায়বিচার ও অধিকার প্রতিষ্ঠায় বিএনপির নেতাকর্মীদের ঐক্যবদ্ধ ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।

উল্লেখ্য, মো: ওয়াজ উদ্দিন দীর্ঘদিন ধরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও ইউনিয়ন যুবদলের রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে জড়িত এবং অষ্টমনিষা ইউনিয়ন বিএনপিকে সুসংগঠিত করতে তাঁর অবদানে প্রশংসিত হয়েছে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।