শনিবার , ১২ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ || ২৮শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ - বর্ষাকাল || ১৭ই মহর্‌রম, ১৪৪৭ হিজরি

আলীকদমে ভিজিএফ চাউল বিতরণ 

প্রকাশিত হয়েছে- বুধবার, ৪ জুন, ২০২৫
পবিত্র ঈদ-উল-আযহা ২০২৫ উপলক্ষে বান্দরবানের আলীকদমে ৪ টি ইউনিয়নে অসহায় দুঃস্থ ও হত দরিদ্র পরিবারের মাঝে ভিজিএফ কর্মসূচির আওতায় চাউল বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৪ জুন) ২নং চৈক্ষ্যং ইউনিয়ন পরিষদে চাউল বিতরণের সময় চেয়ারম্যান জয়নাল আবেদীন,প্যানেল চেয়ারম্যান রুহুল আমিন,ট্যাগ অফিসার হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা সুমন কান্তি দাশ,উপজেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক জামাল হোসেন, ইউপি সদস্য মাহবুবুল আলম,ইউপি সদস্য জাহাঙ্গীর আলম বাদশাসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
চাউল বিতরণে উপকারভোগীদের উদ্দেশ্য ২নং চৈক্ষ্যং ইউপি চেয়ারম্যান জয়নাল আবেদীন বলেন, সরকারের মাধ্যমে প্রতিটি ঈদে আমরা চেষ্টা করি যেন ইউনিয়নের কোনো অসহায় পরিবার খাদ্য সহায়তা ছাড়া না থাকে।
ভিজিএফ চাউল তাদের ঈদ আনন্দ কে কিছুটা হলেও বাড়িয়ে তুলবে বলে আমরা আশা করি। তিনি আরো বলেন অত্র ইউনিয়নে পাহাড়ী বাঙালীসহ ৩ হাজার ২শত ৪০ জনকে ১০ কেজি করে ভিজিএফ চাউল বিতরণ করা হচ্ছে এবং ৯টি ওয়ার্ডে চাউল বিতরণ করা হবে বলে জানান।আলীকদম উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কে.এম.নজরুল ইসলাম জানান, আসন্ন পবিত্র ঈদুল আযহা উপলক্ষে দুঃস্থ, অসহায়, অতিদরিদ্র মাঝে আলীকদম উপজেলা ৪টি ইউনিয়নে প্রায় ১১-হাজার ৪-শত ৪০-জন পরিবারকে ১০ কেজি করে চাউল বিতরণ করা হবে।
এবং ভিজিএফের চাউল বিতরণ কালে উপজেলার ৪টি ইউনিয়নের ৪ জন দায়িত্ব প্রাপ্ত ট্যাগ অফিসারের উপস্থিতিতে চাউল বিতরণ কার্যক্রম চলছে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।