মঙ্গলবার , ৮ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ || ২৪শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ - বর্ষাকাল || ১৩ই মহর্‌রম, ১৪৪৭ হিজরি

বেশি দামে বিক্রির আশায় গ্রাম থেকে রাজধানী ঢাকায় যাচ্ছে কোরবানীর পশু

প্রকাশিত হয়েছে- বুধবার, ৪ জুন, ২০২৫

মুসলিম জাহানের জন্য কোরবানী করা মহান আল্লাহর নির্দেশ। পবিত্র ঈদুল আযহায় কোরবানী ইসলামের অন্যতম ধর্মীয় উৎসব ও আত্মত্যাগের অনন্য ইবাদত। আত্মত্যাগ ও মানবতার বার্তা নিয়ে প্রতিবছরই মুসলিম উম্মাহর সামনে হাজির হয় এ উৎসব। পবিত্র ঈদুল আযহা খুবই সন্নিকটে।

ঈদুল আযহা উপলক্ষে রাজধানীর পশুর হাটগুলোর উদ্দেশ্যে দেশের বিভিন্ন গ্রাম থেকে গরু নিয়ে যাচ্ছে পশুর খামারী ও ব্যাপারীরা। তবে যানজট এড়াতে এবং হাটে পছন্দের স্থান পেতে অনেকেই একটু আগেই চলেগেছে রাজধানী ঢাকাতে। মূলত বেশি দামে বিক্রির আশায় খামারি ও ব্যাপারীরা দেশের বিভিন্ন অঞ্চল থেকে কোরবানীর পশু গরু ও ছাগল ঢাকায় বিক্রির জন্য ট্রাক ও নৌকায় করে নিয়ে যাচ্ছে।

রাজধানীতে গরু নিয়ে যাওয়া বিষয়ে চাটমোহর হান্ডিয়াল পাকপাড়া গ্রামের ব্যাপারী আব্দুল আলীম বলেন, রাস্তাঘাটে যানজটের কারণে অনেক সময় গরু ঢাকায় পৌছাতে দেরি হয়। ট্রাকে থাকা গরু অসুস্থ হয়ে পড়ে এবং নদী পথে যেতেও নৌকা ঢুবে অনেক সময় গরু মারা যায়। আবার হাটে জায়গা পাওয়া কঠিন হয়ে পড়ে। তবুও সকল সমস্যা মাথায় নিয়েই কিছু লাভের আশায় গ্রাম থেকে দেশি জাতের ১১ টি গরু কিনে ঢাকায় নিয়ে যাচ্ছি।

চাটমোহর হান্ডিয়াল বড়বেলাই গ্রামের গরুর খামারী আল মাহমুদ বলেন, দেশে সকল ধরনের সামগ্রীর দাম বৃদ্ধির সাথে গো-খাদ্যের দাম অনেক বৃদ্ধি হয়েছে। একটা গরু মোটাতাজা করতে অনেক খরচা হচ্ছে। বাজারে ভালো দাম না পেলে খামারীরা লোকশানে পড়বে। আশা করছি এ বছর কোরবানির পশু ভালো দামে বিক্রি করতে পারবো।

উপজেলা প্রাণিসম্পদ দপ্তর সূত্রে জানা গেছে, চাটমোহর উপজেলায় ৩ হাজার ৯০৫ জন খামারি রয়েছেন। এ উপজেলায় কোরবানির জন্য ৩২ হাজার ২২৩টি পশু চাহিদা রয়েছে। পক্ষান্তরে কোরবানীর পশু প্রস্তুত করা হয়েছে ৬৪ হাজার ৬৭১টি।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।