সোমবার , ১৪ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ || ৩০শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ - বর্ষাকাল || ১৯শে মহর্‌রম, ১৪৪৭ হিজরি

আটোয়ারীতে জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণ

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ৩ জুন, ২০২৫

“ শিশু থেকে প্রবীণ, পুষ্টিকর খাবার সর্বজনীন ”- এই প্রতিপাদ্যকে সামনে রেখে পঞ্চগড়ের আটোয়ারীতে জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২৫ এর সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ( ০৩ জুন) বিকেলে জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের আয়োজনে এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বাস্তবায়নে স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে আলোচনা সভা ও পুরস্কার বিতরণের মাধ্যমে এই সমাপনী অনুষ্ঠিত হয়। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. মোঃ হুমায়ুন কবীর এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আরিফুজ্জামান আলোচনা সভায় বক্তব্য রাখেন এবং পুরস্কার বিতরণের মাধ্যমে সপ্তাহব্যাপি জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী ঘোষনা করেন। আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা কৃষি অফিসার মোস্তাক আহমেদ, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ মাসুদ হাসান, সহকারী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ জাহিদুল ইসলাম। এসময় অন্যান্যদের মধ্যে উপজেলা মৎস্য অফিসার সিরাজাম মুনীরা সুমি, উপজেলা সমাজসেবা কর্মকর্তা(অ.দা.) মোঃ আবু তাহের, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অন্যান্য দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, উপকারভোগীসহ গণমাধ্যমকর্মীগণ উপস্থিত ছিলেন। সভাপতির বক্তব্যে ডা. হুমায়ুন কবীর জানান, জাতীয় পুষ্টি সপ্তাহ কর্মসূচির প্রথম দিনে আনুষ্ঠানিকভাবে শুভ উদ্বোধন, দ্বিতীয় দিনে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের চিত্রাঙ্কন ও কুইজ প্রতিযোগিতা, তৃতীয় দিন ধর্মীয় প্রতিষ্ঠানে পুষ্টিবার্তা প্রদান ও পুষ্টিকর খাবার বিতরণ, চতুর্থ দিনে কিশোর -কিশোরীদের পুষ্টি বিষয়ক আলোচনা অনুষ্ঠান, পঞ্চম দিনে মাতৃস্বাস্থ্য ও পারিবারিক পুষ্টি বিষয়ক আলোচনা, ষষ্ঠ দিনে প্রবীণ পুষ্টি বিষয়ক আলোচনা এবং ৭ম সমাপনী দিনে ফুড বাকেট বিতরণ, পুরস্কার বিতরণ ও আলোচনা সভার মাধ্যমে সমাপনী ঘোষনা ছিল অন্যতম। প্রধান অতিথির বক্তব্যে ইউএনও আরিফুজ্জামান বলেন, শিশু থেকে প্রবীণ সবার জন্য পুষ্টিকর খাবার নিশ্চিত করা একটি জাতীয় দায়িত্ব। সুস্থ জাতি গঠনে পুষ্টির বিকল্প নাই। পরিবার ও সমাজে পুষ্টি সচেতনতা বৃদ্ধির মাধ্যমে স্বাস্থ্যবান ও কর্মক্ষম প্রজন্ম গড়ে তোলা সম্ভব। বক্তারা পুষ্টি নিশ্চিত করতে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও স্বাস্থ্য খাতের সমন্বিত প্রচেষ্টার আহবান জানান। আলোচনা শেষে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আগত শিক্ষার্থীদের অংশগ্রহণে আয়োজিত চিত্রাঙ্কন ও কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এছাড়াও হতদরিদ্র অসহায় মানুষের মাঝে পুষ্টিকর খাদ্য সামগ্রী (ফুড বাকেট) বিতরণ করা হয়।

 

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।