পাবনার ঈশ্বরদীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা ও মহান মুক্তিযুদ্ধের ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে সামাজিক সংগঠন “ঈশ্বরদী সচেতন নগরবাসী ফোরামের” মুক্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩০ মে) সন্ধা ৭ টার সময় ঈশ্বরদী পৌর শহরের খন্দকার মার্কেটের দ্বিতীয় তলায় ঈশ্বরদী সচেতন নগরবাসী ফোরামের আহ্বায়ক মো. রাজিবুল আলম ইভান এর উদ্যোগে আলোচনা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। উক্ত আলোচনা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফ্যাসিস্ট হাসিনার মিথ্যা মামলায় যাবতজীবন সাজাপ্রাপ্ত থেকে সদ্য কারামুক্ত বিএনপির নেতা একেএম ফিরোজুল হক পায়েল। এসময় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রাজনৈতিক, পারিবারিক ও বাংলাদেশের উন্নয়নে তার ভুমিকা নিয়ে বক্তব্যে রাখেন, ঈশ্বরদী সচেতন নগরবাসী ফোরামের আহ্বায়ক অধ্যাপক মো. রাজিবুল আলম ইভান। তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জীবনের উপর একটি গবেষনা পত্র উপস্থাপন করেন এবং উপস্থিত সবাই এক বাক্যে বলেন যে জিয়া জনতার, সে জিয়া মরে নাই”। এ সময় আরও উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দলনের কেন্দ্রীয় অন্যতম সমন্বয়ক সোলাইমান হোসেন, কেন্দ্রীয় ছাত্র অধিকার পরিষদের সাবেক নেতা ডাঃ মোহাম্মদ আল আমিন, ঈশ্বরদী পৌর ৭নং ওযার্ড যুবদলের প্রচার সম্পাদক জহুরুল ইসলাম জুঁই, ঈশ্বরদী উপজেলা গন অধিকার পরিষদ কমিটির সমন্বয়ক মো. রবিউল ইসলাম রবি, ঈশ্বরদী সাহিত্য ও সংস্কৃতি পরিষদের সাংস্কৃতিক সম্পাদক মো. শাহিন উদ্দীন, ঈশ্বরদী গন-অধিকার পরিষদের সদস্য ইয়ারুল ইসলাম ঠান্ডা শাহ, প্রভাষক মো. ফরহাদ রেজা, শ্রমিক নেতা মো. ইসলাম, মো. আকরাম হোসেন, আদিবাসী নেতা শ্রী দিলিপ চৌধুরি সহ আরও অনেকে এ সময় উপস্থিত ছিলেন।
সঞ্চালনা করেন, ঈশ্বরদী সচেতন নগরবাসী ফোরামের মূখ্য সংগঠক রাগিবুল আহসান রিজভী।