ঠাকুরগাঁওয়ের হরিপুরে সড়ক দুর্ঘটনায় মহেন্দ্র গাড়ির চাকায় পিষ্ট হয়ে মোটর সাইকেল আরোহী শরীফ হাসান (৩৪) নামে এক সহকারি শিক্ষকের মৃত্যু ও মিষ্টার (৩০) নামে এক জন গুরুত্ব আহত হয়েছে। নিহত শিক্ষক শরীফ হাসান ডাঙ্গীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারি শিক্ষক। তিনি হরিপুর উপজেলার বনগাঁও গ্রামের ওয়াইজুল হক এর ছেলে। আহত মিষ্ঠার পশ্চিম বনগাঁও গ্রামের হক মাষ্টারের ছেলে। সে হরিপুর হাসপাতালে চিকিৎসাধিন রয়েছেন। ঘটনাটি ঘটেছে গত কাল সোমবার সকাল অনুমান সাড়ে ৯ টায় বেলুয়া গ্রামের হুমায়ুন এর বাড়ির সামনে পাকা রাস্তায়। জানাযায় তিনি বাড়ি থেকে মোটর সাইকেল যোগে কর্মস্থলে আশার পথে ওই স্থানে বিপরীত দিক থেকে আশা মাল বঝাই মহেন্দ্র গাড়ির ধাক্কায় চাকার নিচে পরে পিষ্ট হয়ে ঘটনা স্থলেই মারা যায়। হরিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি তদন্ত) শরীফুল বলেন ঘটনার বিষয়ে আইনি প্রক্রিয়া চলছে।

শুক্রবার , ১লা আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ || ১৭ই শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ - বর্ষাকাল || ৭ই সফর, ১৪৪৭ হিজরি
হরিপুরে সড়ক দুর্ঘটনায় শিক্ষক নিহত ও আহত এক
প্রকাশিত হয়েছে- সোমবার, ২ জুন, ২০২৫