বৃহস্পতিবার , ১০ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ || ২৬শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ - বর্ষাকাল || ১৫ই মহর্‌রম, ১৪৪৭ হিজরি

অভয়নগরে হতদরিদ্রের বরাদ্দের চাল লুট করলো মহিলা মেম্বার সেলিনা

প্রকাশিত হয়েছে- সোমবার, ২ জুন, ২০২৫

যশোরের অভয়নগরে ৩ নং চলশিয়া ইউনিয়নের সংরক্ষিত মহিলা ইউপি সদস্যের বিরুদ্ধে হতদরিদ্র এক নারীর নামে বরাদ্দকৃত চাল ২ বছর ধরে আত্মসাৎ করে লুট করে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। সরেজমিনে জানা যায়, ৪,৫,৬ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা ইউপি সদস্য সেলিনা বেগম ও তার স্বামী ফিরোজ হোসেন ওই ইউনিয়নের একাধিক অসহায় হতদরিদ্রতার সুযোগ নিয়ে সরকারি সুযোগ সুবিধা পাইয়ে দেওয়ার প্রলোভণ দেখিয়ে লাখ-লাখ টাকা প্রতারণার মাধ্যমে হাতিয়ে নিয়েছে। এবিষয়ে তথ্য অনুসন্ধান করতে গিয়ে জানা গেছে, বর্তমান চেয়ারম্যান, মেম্বারদের চলিত শপথকাল হতে সময় তিন বছর ছয় মাস অতিবাহিত হয়েছে , ৫ আগস্টে বাংলাদেশে নতুন স্বাধীনতার ইতিহাস রচিত হয়। নতুন স্বাধীনতার চলোমান সময় নয় মাস শেষ হতে চলেছে  । বাংলাদেশের ইউনিয়ন পরিষদে  বিগত দিনগুলোতে স্বৈরাচার শেখ হাসিনার মদদ পুষ্ট প্রতিনিধিরা প্রতিনিধিত্ব করছে, কিন্তু ৫ই আগস্টের পর থেকে বাংলাদেশের অনেক ইউনিয়ন পরিষদ গুলোতে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামীলীগের অধিকাংশ চেয়ারম্যানরা পালিয়ে যাওয়ায় উক্ত চেয়ার দখল করেছে ইউপি সদস্য রা, সরকারের স্থানীয় বাজেট প্রকল্পে ,রাস্তাঘাট উন্নয়ন, জনসেবা মূলক সকল ধরনের কার্যক্রম চলমান রয়েছে কিন্তু দেখা গিয়েছে স্বৈরাচার শেখ হাসিনার পতনের পরেও সেই সকল প্রতিনিধিরা সীমাহীন দুর্নীতি আর অনিয়মের মধ্য দিয়ে পরিষদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে। তারি ধারাবাহিকতায় অভয়নগরের  চলিশিয়া ইউনিয়ন, পায়রা ইউনিয়ন, সুন্দলী ইউনিয়ন, প্রেমবাগ ইউনিয়ন, সিদ্দিপাশা ইউনিয়ন, শুভরাড়া ইউনিয়ন, বাঘুটিয়া ইউনিয়ন, শ্রীধরপুর ইউনিয়ন পরিষদ গুলোতে চলছে বানরের রুটি ভাগাভাগির মহোৎসব।

ইতিমধ্যে ৩ নং চলিশা ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা আসনের মেম্বার মোসাম্মৎ সেলিনা বেগম নানান অনিয়মের  মধ্য দিয়ে কার্যক্রম চালিয়ে যাচ্ছে। তার নির্বাচনী এলাকার রুমা নামে এক গৃহবধুর ৩০ দিনের চালের কার্ডের চাল উঠিয়ে নেওয়ার অভিযোগ তুলেছেন ভিকটিম নিজেই।

এ বিষয় নিয়ে চলিশিয়া ইউনিয়ন পরিষদের সকল মেম্বারগণের মধ্যে জানাজানির হলে ঘটনা ধামাচাপা দিতে মহিলা মেম্বারের স্বামী ফিরোজ ওই গৃহবধূ রুমাকে ২২ হাজার টাকা নগদ দিতে চাইলে গৃহবধূ রুমা উক্ত টাকা গ্রহণ করে নাই। তার অভিযোগ ২ বছর  ধরে গৃহবধূ রুমার ৩০ দিনের চালের কার্ডের চাল তার অজান্তেই লুট করে নিয়েছে ইউপি সদস্য সেলিনা বেগম। দরিদ্র নারী রুমা আরো জানান, তার নামে চালের কার্ড আছে তা আমি জানতাম না। বিশ্বস্ত সূত্রে জানা গেছে, দরিদ্র ওই নারী সম্প্রতি বিষয়টি টের পেয়ে ইউনিয়ন পরিষদে বিচার চাইলে ঘটনাটি প্রকাশ্যে চলে আসে চক্ষু অন্তরায় থেকে। চলিশায়া ৬ নং ওয়ার্ল্ডের সংরক্ষিত মহিলা মেম্বার সেলিনা বেগম ও তার স্বামী ফিরোজ দীর্ঘ দিন ধরে মানুষের নিকট হতে প্রতারণা করে ৩০দিনের কার্ড, বিধবা ভাতা, বয়স্ক ভাতা, সহ বিভিন্ন সেবা দেওয়ার নামে অসহায় মানুষজনের নিকট হতে টাকা গ্রহণ ও বিভিন্ন অনুদান নামে বেনামে গ্রহণ সহ উক্ত এলাকায় ভয়ের রাজনীতি কায়েম করেছে। অন্যদিকে

ফিরোজ নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামীলীগের সক্রিয় নেতা তার ব্যাপারে স্থানীয় রোকেয়া বেগমের নামে অনুদানের দুই বান টিন আত্মসাতেরও অভিযোগ রয়েছে। সংরক্ষিত আসনের মহিলা মেম্বার সেলিনার স্বামী ফিরোজ এলাকায় বিগত দিনগুলো ও বর্তমান সময়ে অনিয়ম করে চলেছে। এ ব্যাপার নিয়ে ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান ও মেম্বারদের উপস্থিতির মধ্য দিয়ে গৃহবধূ রুমার ন্যায্য অধিকার ফিরিয়ে দেয়ার ব্যাপারে চেষ্টা চলছে, বলে একাধিক সূত্রে নিশ্চিত হওয়া গেছে। মহিলা মেম্বারের স্বামী  ফিরোজের বিরুদ্ধে রয়েছে রাস্তাঘাট সংস্কার পূর্ণ নির্মাণের কাজে অনিয়ম সম্প্রতি ৬ নং ওয়ার্ডের ঋষি পাড়া এলাকাতে একটি ইটের কাঁচা পাকা রোড নির্মাণেও করেছে অনিয়ম। এবিষয়ে চলশিয়া ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা ইউপি সদস্য সেলিনা বেগমের কাছে ফোন করলে তার স্বামী ফিরোজ ফোন রিসিভ করে বলেন, ওই বিষয় আমরা বসাবশি করে মিটিয়ে ফেলেছি। এবিষয়ে ৩ নং চলশিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সানা আব্দুল মান্নান বলেন, এবিষয়ে পদক্ষেপ নেওয়া হচ্ছে, তা ছাড়া আমি যতটুকু জেনেছি ওই নারী ইউপি সদস্যের নিজের বোন হয় ভুক্তভোগী ওই নারী।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।