টাঙ্গাইলের বাসাইল উপজেলার কাশিলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষ্যে শোক র্যালী, আলোচনা সভা, দোয়া মাহফিল ও গণভোজ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩০ মে) সকালে উপজেলার কাশিল বটতলা এলাকায় উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান কাজী শহীদুল ইসলামের নের্তৃত্বে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ উপলক্ষ্যে একটি শোক র্যালী বের হয়ে বাসাইল-টাঙ্গাইল সড়কের গুরুত্ব সড়ক পদক্ষিণ করে। এরআগে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান কাজী শহীদুল ইসলাম, কাশিল ইউনিয়ন বিএনপির সাবেক সহ-সভাপতি নুরুল ইসলাম, উপজেলা বিএনপির প্রচার সম্পাদক দেলোয়ার হোসেন, বিএনপি নেতা মানিক মোহাম্মদ তোহা প্রমুখ। অনুষ্ঠান শেষে গণভোজের আয়োজন করা হয়। সেখানে বিএনপির বিভিন্ন পর্যায়ের সহস্রধিক নেতাকর্মী অংশ নেন। কাশিল ছাড়াও করাতিপাড়া, বাদিয়াজানসহ উপজেলার বিভিন্ন এলাকায় জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী পালন করা হয়।

রবিবার , ২৭শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ || ১২ই শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ - বর্ষাকাল || ২রা সফর, ১৪৪৭ হিজরি
বাসাইলে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী পালিত
প্রকাশিত হয়েছে- শুক্রবার, ৩০ মে, ২০২৫