যশোরের অভয়নগরে নওয়াপাড়া পাইলট বালিকা বিদ্যালয়ের নবগঠিত এডহক কমিটির সভাপতি এফএম গিয়াস উদ্দিনকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। বুধবার দুপুরে বিদ্যালয়ের হলরুমে এক মতবিনিময় সভার মাধ্যমে তাকে সংর্ধনা প্রদান করা হয়। এসময় কমিটির অন্যন্য সদস্যদের ফুলেল শুভেচ্ছায় সিক্ত করা হয়। নওয়াপাড়া পাইলট বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনিরুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের বিদ্যালয় পরিদর্শক ড. মোঃ কামরুজ্জামান। প্রধান আলোচক হিসাবে বক্তব্য রাখেন, নওয়াপাড়া সরকারী মহাবিদ্যালয়ের অধ্যক্ষ রবিউল হাসান, বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শহিদুল ইসলাম, নওয়াপাড়া সার সিমেন্ট ব্যবসায়ী সমিতির সভাপতি আলহাজ্ব আব্দুল গনী সরদার, সাধারণ সম্পাদক শাহ জালাল হোসেন, ধোপাদী মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি মশিয়ার রহমান মশি, এসময় আরো বক্তব্য রাখেন, বিশিষ্ট সমাজসেবক ও রাজনীতিবিদ এফএম আলাউদ্দিন, নওয়াপাড়া পাইলট বালিকা বিদ্যালয়ের নব গঠিত এডহক কমিটির সভাপতি এফএম গিয়াস উদ্দিন, ইমাম পরিষদের সভাপতি হাফেজ মাওলানা গোলাম মওলা, আল হেলাল ইসলামী একাডেমীর সভাপতি সেলিম রেজা, নওয়াপাড়া মডেল মাধ্যমিক বিদ্যলয়ের প্রধান শিক্ষক কাজী নজরুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতি’র সাবেক সভাপতি ফিরোজ আলম মহলদার, নওয়াপাড়া সরকারী মহাবিদ্যালয়ের শিক্ষক এসএম আবিদ হাসান, নওয়াপাড়া প্রেসক্লাবের সভাপতি মুজিবর রহমান, যশোর চেম্বার অব কমার্সের সদস্য নুর আলম পাটোয়ারী বাবু, বিশিষ্ট সমাজসেবক বাকিউজ্জামান রানা, মেজবাউর রহমান বেগ ডাবলু, এলাকাবাসীর পক্ষে বক্তব্য রাখেন, শাহিন আলম বাঘা, এম সামাদ খান, সহকারী প্রদান শিক্ষক অসিত কুমার সাহা, সিনিয়র শিক্ষক জাবের হোসেনসহ অন্যন্যরা।

শনিবার , ২রা আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ || ১৮ই শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ - বর্ষাকাল || ৮ই সফর, ১৪৪৭ হিজরি
নওয়াপাড়া পাইলট বালিকা বিদ্যালয়ের সভাপতিকে সংবর্ধনা
প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ২৯ মে, ২০২৫