মাসুদ রানা আটঘরিয়া(পাবনা) প্রতিনিধি:
পাবনার আটঘরিয়া উপজেলা প্রশাসনের আয়োজনে ১৫ আগষ্ট জাতির পিতা বন্ধ বন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদত বার্ষিকীতে জাতীয় শোক দিবস পালিত হয়েছে। এউপলক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়েছে। পরে উপজেলা অডিটরিয়ামে এক আলোচনা সভা ও পুরুস্কার বিতরন অনুষ্ঠিত হয়।
আটঘরিয়া উপজেলা নিবার্হী অফিসার মোছাঃ ফুয়ারা খাতুনের সভাপতিত্বে এসময় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মোঃ তানভীল ইসলাম, সহকারি কমিশনার (ভ’মি) আরিফুজ্জামান,সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার জহুরুল হক, আটঘরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আসিফ মোহাম্মদ সিদ্দিকুল ইসলাম।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন প্রধান শিক্ষক মাহাতাব উদ্দিন। অনুষ্ঠানটি সার্বিব পরিচালনায় ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা রাজু আহমেদ। অনুষ্ঠান শেষে ২৩ জন যুব যুব মহিলাদের মাঝে ১৪ লাখ ৫০ হাজার টাকার চেক বিতরন এবং চিত্রাংকন রচনা প্রতিযোগিতা বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরন করা হয়েছে।