মঙ্গলবার , ৮ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ || ২৪শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ - বর্ষাকাল || ১৩ই মহর্‌রম, ১৪৪৭ হিজরি

“মানুষ মানুষের জন্য ”- সহায়তায় বাঁচতে পারেন ক্যান্সার আক্রান্ত সঞ্জয় মিশ্র (রিপন)

প্রকাশিত হয়েছে- শুক্রবার, ২৩ মে, ২০২৫

“ মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য- একটু কি সহানুভুতি পেতে পারে না।” এই মর্মস্পর্শী কথাটি যেন বাস্তব রূপ পেয়েছে পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার একজন অসহায় ক্যান্সার রোগীর জীবন সংগ্রামে। পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার আলোয়াখোয়া ইউনিয়নের পাল্টাপাড়া গ্রামের মৃত আশুতোষ কুমার মিশ্র ও লক্ষী রাণী দম্পতির পুত্র সঞ্জয় কুমার মিশ্র(রিপন)(৪৮) দীর্ঘদিন ধরে দুরারোগ্য ক্যান্সারে (সেল সারকোমা) আক্রান্ত হয়ে শয্যাশায়ী অবস্থায় দিন কাটাচ্ছেন। তার ১১ বছর বয়সী একটি কন্যা সন্তান রয়েছে। তিনি ৪ বছর ধরে ভারতের বেঙ্গালোরে চিকিৎসা করেছেন। চিকিৎসা করাতে গিয়ে তার নিজস্ব সহায়-সম্বল বিক্রি করে বর্তমানে পরিবারটি নিঃস্ব। সঞ্জয় কুমার মিশ্র(রিপন)(৪৮) কে বাঁচানোর চেষ্টায় কমতি রাখেনি তার পরিবার। তিনি বর্তমানে আহসানিয়া মিশন ক্যান্সার এন্ড জেনারেল হাসপাতাল,ঢাকায় চিকিৎসাধীন রয়েছেন। উন্নত চিকিৎসার জন্য প্রয়োজন বিপুল পরিমান অর্থ। চিকিৎসকরা জানিয়েছেন, যথাযথ চিকিৎসা পেলে তার আরোগ্য সম্ভব। কিন্তু এ বিপুল অঙ্কের অর্থ জোগাড় করা সঞ্জয় কুমার মিশ্র(রিপন) এর দরিদ্র পরিবারের পক্ষে একেবারেই অসম্ভব। জীবনের নানা প্রতিকুলতা সত্বেও তিনি ছিলেন পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। তার অসুস্থতায় পরিবারটি বর্তমানে চরম আর্থিক ও মানসিক সংকটে রয়েছে। যার কারণে এই সংকটময় সময়ে সমাজের ও রাষ্ট্রের সহৃদয়বান ব্যক্তি, মানবিক সাহায্য সংস্থার সহানুভুতি ও সাহায্যই হতে পারে সঞ্জয় কুমার মিশ্র(রিপন)এর জীবন বাঁচানোর একমাত্র ভরসা।
সঞ্জয় মিশ্র’র মা লক্ষী রাণী মিশ্র কেঁদে কেঁদে আঞ্চলিক ভাষায় বলেন, “ সমাজের মানবিক ও দানশীল লোকলা টাকা দে সাহায্য করলে ছুয়াডাক ওশোধ খিলাবা পারু, চিকিৎসার করাবা পারু। চিকিৎসা ছাড়া মোর ছুয়াডা মরে যাবে ? সবায় সাহায্য করে মোর ছুয়াডাক বাঁচাও। মোর ছুয়াডা বাঁচিলে, মোর বউমা আর ১১ বছরের নাতনীডা বাঁচিবে। তিনি ছেলের জীবন বাঁচাতে সাহায্যের জন্য সবার কাছে আকুল আবেদন জানান।
একটি সামান্য সহায়তাও হয়তো ফিরিয়ে দিতে পারে এক প্রাণের হাসি ।
আর্থিক সহায়তা পাঠানোর ঠিকানা :- সঞ্জয় কুমার মিশ্র(রিপন) এর নিজস্ব সঞ্চয়ী হিসাব নং-০১০০২৩১৬৯৭২১১, জনতা ব্যাংক, আটোয়ারী শাখা ,পঞ্চগড়।
ছোট ভাই, মিলন কুমার মিশ্র: ০১৭২১৪৭০৫৪৯-(বিকাশ), ০১৭২৪৬২২৯৫১-(নগদ)।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।