মঙ্গলবার , ১৫ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ || ৩১শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ - বর্ষাকাল || ২০শে মহর্‌রম, ১৪৪৭ হিজরি

মমতাজের উপর ডিম ও জুতা নিক্ষেপ

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ২২ মে, ২০২৫

সাবেক সংসদ সদস্য ও বাউল শিল্পী  মমতাজ বেগমকে মানিকগঞ্জের সিংগাইরে ২০১৩ সালের চার জনকে গুলি করে হত্যার মামলার শুনানিতে অংশ নিতে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে  বৃহস্পতিবার (২২ মে)সকাল সাড়ে আটটায় মানিকগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আনা হয়েছে। মামলার শুনানিতে মমতাজ বেগমের পক্ষে আইনজীবী হিসেবে উপস্থিত ছিলেন খোরশেদ আলম এবং জাহিদ খান উজ্জ্বল।এর আগে চার দিনের রিমান্ডে জিজ্ঞাসাবাদ শেষে তাকে কাশিমপুর কারাগারে পাঠান ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত।মমতাজ বেগম ২০০৮ সালে আওয়ামী লীগের সাধারণ সদস্য হয়ে ওই বছরই সংরক্ষিত নারী আসনে নবম জাতীয় সংসদের সদস্য মনোনীত হন। এরপর ২০১৪ ও ২০১৮ সালের নির্বাচনে মানিকগঞ্জ-২ (সিংগাইর ও হরিরামপুর) আসনে সংসদ সদস্য নির্বাচিত হন। তবে ২০২৪ সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি দলের বিদ্রোহী প্রার্থী জাহিদ আহমেদ টুলুর কাছে পরাজিত হন।বর্তমানে তিনি সিংগাইর উপজেলা আওয়ামী লীগের সভাপতির দায়িত্বে রয়েছেন। তার সৎছেলে সিংগাইর পৌরসভার মেয়র এবং ভাগনে শহিদুর রহমান উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। তাদের আত্মীয়স্বজনের অনেকেই ইউনিয়ন ও উপজেলা আওয়ামী লীগে পদে রয়েছেন।তার বিরুদ্ধে পরিবহন চাঁদাবাজি, টেন্ডারবাজি, নিয়োগ ও পদবাণিজ্যসহ নানা দুর্নীতির অভিযোগ রয়েছে।মমতাজ বেগমকে আদালতে উঠার সময় বিএনপিপন্থী আইনজীবী ও নেতাকর্মীরা শাস্তির দাবিতে বিক্ষোভ করেন। পুলিশ কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে রিমান্ড শুনানি শেষে পিজন ভ্যানে  তোলার সময় আসামি মমতাজ বেগমের উপর আদালতে উপস্থিত স্থানীয় ছাত্র জনতা ডিম ও জুতা নিক্ষেপ করেন।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।