নান্দাইল ময়মনসিংহ প্রতিনিধিঃ
ময়মনসিংহের নান্দাইলে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে ১৫ আগষ্ট শনিবার সিংদই ভোকেশনাল ইন্সটিটিউট কর্তৃক জাতীয় শোক দিবস পালিত হয়। অনুষ্টানে স্বাধীন বাংলাদেশের স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান ও তাঁর পরিবারের শাহাদাত বরনকারি অন্যান্য সদস্যদের রুহের মাগফেরাত কামনায় করা হয়। শনিবার বিকাল ৫ টায় সিংদই ভোকেশনাল ইন্সটিটিউট এর মাঠ প্রাঙ্গণে সামাজিক দূরত্ব বজায়া রেখে উক্ত দোয়া মাহফিলে নাজিম উদ্দীন মাষ্টার এর সভাপতিত্বে ও ফজলুল হক সরকারের সঞ্চালনায় বক্তব্য রাখেন- ৯নং আচারগাও ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও সিংদই ভোকেশনাল ইন্সটিটিউট এর প্রতিষ্টতা হাসিম উদ্দিন ভূইয়া। উপজেলা আওয়ামিলীগের সাংগঠনিক সম্পাদক নাজিমুল্লাহ লিটন, জাহাঙ্গীরপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবুল মনসুর ভূইয়া। জাহাঙ্গীরপুর ইউনিয়নের আওয়ামীলীগের আহ্বায়ক সাইফুল ইসলাম খসরু।
জাহাঙ্গীরপুর ইউনিয়নের যুগ্ম আহবায়ক দীপু খান।আচারগাও ইউনিয়নের আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি নূর মোহাম্মদ ভূইয়া। আওয়ামীলীগ নেতা ফখর উদ্দিন ভূইয়া প্রমূখ। পরে হাফজ দ্বীন ইসলাম কর্তৃক বিশেষ দোয়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের শাহাদাত বরণকারী অন্যান্য সদস্যের রুহের মাগফেরাত কামনা করেন। এর আগে দোয়ার মাহফিলে উপস্থিত সবাইকে সিংদই ভোকেশনাল ইন্সটিটিউট এর ভারপ্রাপ্ত অধ্যক্ষ শাহজাহান কবীর সুমন এর পক্ষ থেকে করোনা সচেতন মূলক লিফলেট ও সার্জিক্যাল মাস্ক বিতরন করা হয়।