জেলার মেলান্দহ উপজেলার শাহাজাদপুরের খানপাড়ার কাশেমের ছেলে আলম(৩৬) ৫-টি গাঞ্জার গাছ সহ এক জন গ্রেফতার। সে দীর্ঘদিন যবৎ গাঞ্জার গাছের আবাদ করে আসছে। মেলান্দহ থানার অফিসার ইনচার্জ শফিকুল ইসলামের দিগ নিদ্দেশনায় গোপন সংবাদের ভিত্তিতে ( আলম )( ৩৬) নামক এক জন কে গাঞ্জার ৫-টি গাছ সহ গ্রেফতার করেছে, মেলান্দহ থানার এস আই মিশু সাজেদুল,নাজিবুল,এ এস আই আমিনুল, আবু হানিফ,সিতল,কং শাহিন,মনির, সহ আরোও থানা পুলিশ গ্রোফতার করেন। সে দীর্ঘদিন যাবত গাঞ্জার আবাদ করে আসছে। ৫-টি গাজ্জার গাছের আবাদ করে আস ছিল বহুদিন যাবত।

সোমবার , ৭ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ || ২৩শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ - বর্ষাকাল || ১২ই মহর্রম, ১৪৪৭ হিজরি
মেলান্দহে ৫-টি গান্জার গাছ সহ এক জন গ্রেফতার
প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ২০ মে, ২০২৫