ময়মনসিংহের নান্দাইল উপজেলার রাজগাতী ইউনিয়নের দক্ষিণ কয়রাটি গ্রামের এক সরকারী প্রাথমিক স্কুলের ৫ম শ্রেনীর ছাত্রী (১২) কে খালী বাড়িতে একা মেয়ে জোরপূর্বক ধর্ষনের চেষ্ঠা করার এক অভিযোগ পাওয়া গেছে। ছাত্রীর মা মোঃ আবুল মিয়ার স্ত্রী মোছাঃ মদিনা আক্তার কর্র্তৃক নান্দাইল মডেল থানায় দায়েরকৃত অভিযোগ থেকে জানাগেছে, দক্ষিণ কয়রাটি গ্রারে মৃত আব্দুল জলেকের পুত্র মজিবুর রহমান (৫০) গত ১০ মে সকাল দশটার দিকে উক্ত স্কুল ছাত্রী (১২) কে বাড়ীর সামনে দোকানে একা পেয়ে জোর পূর্বক ধর্ষনের চেষ্ঠা করে। এসময় ছাত্রীর চিৎকারে আশেপাশের স্থানীয় লোকজন এগিয়ে আসলে মজিবুর রহমান দৌড়ে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন গ্রামীন শালিস দরবারের আয়োজন করলে মজিবুর রহমান দরবারে ভূল স্বীকার করে কৌশলে দরবার থেকে পালিয়ে যায। উক্ত ঘটনায় মদিনা আক্তার বাদী হয়ে নান্দাইল মডেল থানায় একটি লিখিত এজাহার দায়ের করলে ১৭মে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। রিপোর্ট পাঠানো পর্যন্ত থানায় মামলাটি রেকর্ড হয়নি। অপরদিকে মামলার বাদী মদিনা আক্তার জানান, থানায় অভিযোগ দায়ের করার পর থেকে আসামী মজিবুর রহান তাকে প্রাণ নারে হুমকী প্রদান সহ থানা থেকে অভিযোগ প্রত্যাহার করার জন্য চাপ প্রয়োগ সহ মারধর করার চেষ্ঠা চালিয়ে যাচ্ছে।

শুক্রবার , ১লা আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ || ১৭ই শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ - বর্ষাকাল || ৭ই সফর, ১৪৪৭ হিজরি