রুবিনা আজাদ, আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল:
১৯৭১ সালে মুজিব বাহীনির ডেপুটি লিডার ও বরিশালের গৌরনদী উপজেলার বার্থী ইউনিয়নের গোরক্ষডোবা গ্রামের বীর মুক্তিযোদ্ধা প্রবীন আওয়ামীলীগ নেতা মোঃ হাফিজুর রহমান মাঝি (৭৩) করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার দিবাগত রাত ২.১৫মিনিটে ইন্তেকাল করেন ( ইন্নালিল্লাহি…রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন ছেলে, এক মেয়েসহ বহু আত্মীয় স্বজন রেখে গেছেন। শনিবার দুপুর ১টায় মরহুমের জানাজা শেষে রাষ্টীয় মর্যদায় মিরপুর শহীদ বুদ্ধিজীবি করবস্থানে লাশ দাফন করা হয়।
বীর মুক্তিযোদ্ধা প্রবীন আওয়ামীলীগ নেতা মোঃ হাফিজুর রহমানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ কেেরছন পার্বত্য শান্তি চুক্তি বাস্তবায়ন ও পরীবিক্ষণ কমিটির আহবায়ক ও বরিশাল জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আবুল হাসানাত আব্দুল্লাহ (এমপি), সাধারন সম্পাদক সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট তালুকদার মোঃ ইউনুস।