যশোরের অভয়নগরে মাদকসহ এক কারবারিকে আটকের পর নগদ টাকা এবং মাদক রেখে তাকে ছেড়ে দেওয়ার অভিযোগ উঠেছে দামুখালী পুলিশ ক্যাম্পের এএসআই শিবপদ এর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে শনিবার দুপুরে উপজেলার বারান্দি ফকিরহাট বাজার সংলগ্ন একটি বাড়িতে। এলাকাবাসী সুত্রে জানা যায়, এলাকার সুমন মল্লিকের স্ত্রী শ্রাবন্তী মল্লিকের কাছ থেকে ইয়াবা ও টাকাসহ একটি ব্যাগ নিয়ে আব্দুল খালেক বিশ্বাসের ছেলে মাদক ব্যবসায়ী শরিফুল ইসলামকে ছেড়ে দিয়ে চলে যায় দামুখালী পুলিশ ক্যাম্পের এএসআই শিবপদ। এছাড়াও তার বিরুদ্ধে বিভিন্ন অনিয়মের অভিযোগ রয়েছে বলে জানান এলাকাবাসী। এ ঘটনায় এলাকায় ব্যপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এব্যাপারে জানতে চাইলে অভয়নগর থানার অফিসার ইনচার্জ আব্দুল আলিম বলেন,এরকম কোন খবর জানা নেই৷ তবে ঘটনা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

শনিবার , ২রা আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ || ১৮ই শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ - বর্ষাকাল || ৮ই সফর, ১৪৪৭ হিজরি
অভয়নগরে মাদক ব্যবসায়ীকে আটক করে ছেড়ে দিলেন পুলিশ
প্রকাশিত হয়েছে- রবিবার, ১৮ মে, ২০২৫