মঙ্গলবার , ১৫ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ || ৩১শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ - বর্ষাকাল || ২০শে মহর্‌রম, ১৪৪৭ হিজরি

ঝালকাঠিতে গৃহবধুর ঝু*লন্ত লা*শ উদ্ধার

প্রকাশিত হয়েছে- শনিবার, ১৭ মে, ২০২৫

ঝালকাঠিতে এক গৃহবধুর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে কবিরাজ বাড়ি রোডস্থ কাজি নাসির উদ্দিনের পুত্র কাজি মেহেদি হাসান নকিব (২৯) বাদী হয়ে ১৭ মে দুপুরে ঝালকাঠি সদর থানায় একটি অপমৃত্যু মামলা করেন, যার নং-১০। মামলা ও স্থানীয় সূত্রে জানা যায়, ১৭ মে শুক্রবার রাত একটা-দেড়টার দিকে ঝালকাঠি রোনালস রোডস্থ কাজি কম্পিউটারের প্রোপ্রাইটর কাজি সোলায়মান সুমনের স্ত্রী কাজি সানজিদা আক্তার লিসার (৩৫), ৫১/৩ কামারপট্টি রোডস্থ ৩ তলা দালানের বসত ঘরের ফ্যানের সাথে ওড়নায় ফাঁস দেয়া ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে ঝালকাঠি সদর থানার পুলিশ। সানজিদা ও স্বামী কাজী সুমন ২ কন্যা সন্তানসহ ওই ফ্লাটে দীর্ঘদিন যাবত বসবাস করছিলেন। ঘটনার দিন রাতে স্বামী স্ত্রীর মাঝে মনোমালিন্য ঝগড়াঝাটি হয়। স্বামী সুমন ২ বাচ্চা নিয়ে পাশের রুমে রাত ১১টার পর শুয়ে পড়েন। স্ত্রী সানজিদা স্বামীর সাথে অভিমান করে নিজের ব্যবহৃত ওড়না দিয়ে খাটের  উপরে ফ্যানের সাথে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন।
কাজি সানজিদা আক্তার লিসার ভাই মেহেদি হাসান নকিব বলেন, “আমার চাচাত ভাই কাজি সোলায়মান সুমনের সাথে সম্পর্ক করে বিগত ১০ বছর পূর্বে বিবাহ হয়। তাদের বিবাহের পর থেকে আমাদের পরিবারের সাথে তেমন সু-সম্পর্ক ছিল না।আমার বোনের পরিবারে চার বছর ও ছয় মাস বয়সী ২জন মেয়ে সন্তান রয়েছে। আমার বোন তার স্বামী ও সন্তানসহ কামারপট্টি রোডে ভাড়া বাসায় থাকতো।১৬ মে রাতে খাবার খেয়ে আমরা ঘুমিয়ে পড়ি।১৭ মে অনুমান একট-দেড়টার দিকে আমার বড় বোন নুসরাত জাহান দিনা ফোনে জানায় লিসা গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। ৫৩/১ কামারপট্টি রোডস্থ জনৈক কবির মাস্টারের বাড়ির তয় তলায় রুমের সিলিং ফ্যানের সাথে ফাঁস দিয়ে মৃত্যুর খবর জানি।”
কাজি সোলায়মান সুমন বলেন, “আমার স্ত্রীর সাথে দীর্ঘদিন যাবত মনোমালিন্য চলছিল। সে আমাকে ডিভোর্স দেয়ার জন্য একবার কাজি অফিসেও গিয়েছিল। গত সপ্তাহে কুয়াকাটা পিকনিকে যাওয়াকে কেন্দ্র করে অভিমান করে দুজনের মধ্যে কথাবার্তা হচ্ছিল না। গতকাল রাতে রুমের স্ট্যান্ড ফ্যান পড়ে বাচ্চা ব্যাথা পেলে তা নিয়ে তার সাথে সামান্য কথা কাটাকাটি ও ঝগড়া হয়।এরপর সে মধ্যরাতে শোয়ার রুমের সিলিং ফ্যানের সাথে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে।”
ঝালকাঠি সদর থানার ওসি তদন্ত মো: মেহেদী হাসান জানান, “এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে। পরবর্তী কার্যক্রম বিধি মোতাবেক সম্পন্ন করা হবে।”

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।