শুক্রবার , ১১ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ || ২৭শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ - বর্ষাকাল || ১৬ই মহর্‌রম, ১৪৪৭ হিজরি

লামায় লুট হওয়া ২১ লাখ ১৭হাজার ২০০ টাকা উদ্ধার, আটক ৮

প্রকাশিত হয়েছে- শনিবার, ১৭ মে, ২০২৫
বান্দরবানের লামা উপজেলার আলোচিত আবুল খায়ের টোব্যাকো কোম্পানির অফিসে সংঘটিত ডাকাতির ঘটনায় পুলিশের একাধিক অভিযানে এখন পর্যন্ত ২১ লাখ ১৭ হাজার ২০০ টাকা উদ্ধার করা হয়েছে। তদন্তে জানা গেছে, ডাকাতির টাকা মাটিতে পুঁতে রাখা হয়েছিল এবং আটককৃতদের দেওয়া তথ্যমতে মাটি খুঁড়েই এসব টাকা উদ্ধার করা হয়।
গত ৯ মে ভোর রাতে দেশীয় অস্ত্রধারী ১৫-২০ জনের একটি সশস্ত্র ডাকাত দল লাইনঝিরি এলাকায় অবস্থিত আবুল খায়ের টোব্যাকো কোম্পানির তামাক ক্রয় অফিসে হামলা চালায়। তারা অফিসের কর্মচারীদের জিম্মি করে ১ কোটি ৭২ লাখ ৭৫ হাজার ৬৩৮ টাকা লুট করে নেয়। তবে শক্ত লোহার সিন্দুকে থাকা আরও ৩ কোটি ৮০ লাখ টাকা ডাকাতরা নিতে পারেনি।
ডাকাতির ঘটনায় ১০ মে লামা থানায় মামলা দায়েরের পর তদন্তে নেমে পুলিশ বান্দরবানের লামা ও পার্শ্ববর্তী কক্সবাজারের চকরিয়া এলাকা থেকে এ পর্যন্ত তিন নারীসহ আটজনকে আটক করেছে।ঘটনাটি লামা ও আশপাশের এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
 আটককৃতরা হলেন: কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার পূর্ব ভেউলা এলাকার মারুফুল ওরফে আরিফ (৩৩), একই উপজেলার লক্ষ্যাচর এলাকার নাঈমুল ইসলাম ওরফে সাগর (৩১), লামা পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড এলাকার আব্দুর রহিম (৩৬), লামা পৌরসভার মো. সুজন (২৫), লামার বিলছড়ি এলাকার আনোয়ারা বেগম (৪৫), এবং করিমের স্ত্রী ও বোনসহ আরও একজন পুরুষ (নামের পরিচয় এখনো প্রকাশ করা হয়নি)।
লামা থানার অফিসার ইনচার্জ (ওসি) তোফাজ্জল হোসেন জানান, ১৭ মে করিমের স্ত্রীকে আটক করা হলে তার দেওয়া তথ্য অনুযায়ী দুইটি স্থানে অভিযান চালিয়ে মাটি খুঁড়ে ১৮ লাখ টাকা উদ্ধার করা হয়। এর আগে আব্দুর রহিমের কাছ থেকে ৫০ হাজার ২০০ টাকা এবং তার দেওয়া তথ্য অনুযায়ী ১৬ মে রাত ৭টায় ওয়াসের আলীর পাহাড়ি জমি থেকে আরও ২ লাখ ৬৭ হাজার টাকা উদ্ধার করা হয়।
লামা থানার পরিদর্শক (তদন্ত) ও মামলার তদন্তকারী কর্মকর্তা এনামুল হক জানান, আটক মো. করিম দক্ষিণ চট্টগ্রামের আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য এবং এই ঘটনার মূল মাস্টারমাইন্ড হিসেবে সন্দেহ করা হচ্ছে।
ওসি তোফাজ্জল হোসেন  আরও জানান, “মামলার পর থেকেই তদন্ত চলমান রয়েছে। আমি এখনো দুর্গম এলাকায় অবস্থান করছি (নিউজ লেখার সময় শনিবার বিকেল ৪টা), তাই আটককৃত সকলের নাম এখন বলা সম্ভব নয়। তবে পুরুষ পাঁচজন ও নারী তিনজন—মোট আটজনকে আটক করা হয়েছে। বাকিদের গ্রেফতার এবং লুট হওয়া সম্পূর্ণ অর্থ উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।”

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।