সিরাজগঞ্জের উল্লাপাড়ায় পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় দু’জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার রাতে উল্লাপাড়া পৌর শহরে ব্যবসার কাজ শেষ করে মোটর সাইকেলে বাড়ী ফেরার পথে উল্লাপাড়া রেল ষ্টেশনের ওভার ব্রীজে উঠতে গাড়ীর নিয়ন্ত্রন হারিয়ে সাইড ওয়ালের সাথে ধাক্কা লেগে ব্যবসায়ী চান মিয়া (৪৬) নামের এক যুবকের মৃত্যু হয়। তার বাড়ি শাহজাদপুর উপজেলার নরিনা গ্রামে। একইদিনে উল্লাপাড়া বাস টার্মিনালের মডেল মসজিদ সংলগ্ন বগুড়া-নগরবাড়ী মহাসড়কের রাস্তার উপর বালু রাখায় এক মোটর সাইকেল আরোহীর গাড়ীর চাকা স্লিপ কেটে পড়ে গেলে অপর দিক থেকে আসা তেলের লরীর নিচে পড়ে ঘটনাস্থলেই নিহত হন ব্রাক কর্মী শফিকুল ইসলাম (৩৫)। তিনি তাড়াশ ব্রাক অফিসে কর্মরত ছিলেন। তার গ্রামের বাড়ি জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলায়।
বৃহস্পতিবার , ৬ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ২১শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ - হেমন্তকাল || ১৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
উল্লাপাড়ায় পৃথক সড়ক দুর্ঘ*টনায় ব্রাককর্মী সহ এক ব্যবসায়ী নিহ*ত
প্রকাশিত হয়েছে- শুক্রবার, ১৬ মে, ২০২৫