শনিবার , ৬ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ২২শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ - শরৎকাল || ১৪ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

ভাঙ্গুড়ায় ধান-চাল সংগ্রহ অভিযানের উদ্ধোধন

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ১৩ মে, ২০২৫

পাবনার ভাঙ্গুড়ায় চলতি বোরো মৌসুমে সরাসরি কৃষকক ও মিলারদের কাছ থেকে ধান-চাল সংগ্রহ কার্যক্রম শুরু করেছে উপজেলা খাদ্য নিয়ন্ত্রণ বিভাগ। মঙ্গলবার (১৩মে) সকাল ১০টায় ভাঙ্গুড়া উপজেলা এল.এস.ডি খাদ্য গুদাম কার্যালয়ে আনুষ্ঠানিক ভাবে এ সংগ্রহ অভিযানের উদ্ধোধন করেন উপজেলা ধান-চাল সংগ্রহ অভিযান বাস্তবায়ন কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুন নাহার।

উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মো: মহাব্বত আলীর (অ:দ:) তত্বোবধানে উপস্থিত ছিলেন, ভাঙ্গুড়া এল. এস.ডি’র ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: মোশাররফ হোসেন, উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তা, উপজেলার চালকল মালিকগণ ও মাঠ পর্যায়ের কৃষকগণ।

উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কার্যালয় সূত্রে জানা গেছে, চলতি বোরো মৌসুমে সরাসরি কৃষকদের কাছ থেকে ৩৬টাকা কেজি দরে ৫শ’৭মে.টন ধান ও ৪৯টাকা কেজি দরে ৪শ’৬৬ মে.টন ধান ও চাল ক্রয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এ সংগ্রহ অভিযান আগামী ৩১ আগস্ট পর্যন্ত চলবে।

সরকারি এই ধান-চাল সংগ্রহ কর্মসূচির মাধ্যমে একদিকে কৃষককুল ফসলের ন্যায্যমূল্য পাবেন এবং অপরদিকে বাজারে খাদ্যদ্রব্য স্থিতিশীলতা বাজায় থাকবে বলে সংশ্লিষ্ট দপ্তর আশা প্রকাশ করেছেন।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।