শুক্রবার , ১৯শে সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ৪ঠা আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ - শরৎকাল || ২৭শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

ভাঙ্গুড়ায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোক দিবস পালন

প্রকাশিত হয়েছে- শনিবার, ১৫ আগস্ট, ২০২০

ভাঙ্গুড়া(পাবনা)প্রতিনিধি:

যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সাথে আজ শনিবার পাবনার ভাঙ্গুড়া উপজেলায় স্বাধীন বাংলাদেশের মহান স্থপতি,জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস ১৫ আগস্ট উদযাপিত হয়। দিনটি উপলক্ষে উপজেলা প্রশাসন স্বাস্থ্য বিধি ও সামাজিক দূরত্ব মেনে নানা কর্মসূচী পালন করে।

সূর্যোদয়ের সাথে সাথে সকল সরকারি-বেসরকারি ভবনে জাতীয় পতাকা উত্তোলন করে অর্ধনমিত রাখা হয়। সকাল দশটায় উপজেলা পরিষদ প্রাঙ্গণে বঙ্গবন্ধুর মূড়্যালে আনুষ্ঠানিক ভাবে পুষ্পস্তবক অর্পণ করা হয়। প্রথমে পাবনা-৩ এলাকার সংসদ সদস্য ও ভুমি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলহাজ মো: মকবুল হোসেনের পক্ষে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন তার পুত্র মেয়র গোলাম হাসনাইন রাসেল ও যুবলীগ নেতা ইবনুল হাসান শাকিল।

উপজেলা পরিষদের পক্ষে চেয়ারম্যান আলহাজ মো: বাকি বিল্লাহ,উপজেলা প্রশাসনের পক্ষে উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ আশরাফুজ্জামান, থানা পুলিশ প্রশাসনের পক্ষে অফিসার ইনচার্জ মুহম্মদ আনোয়ার হোসেন ও অফিসার ইনচার্জ(তদন্ত)মো: নাজমুল হক,পৌরসভার পক্ষে মেয়র গোলাম হাসনাইন রাসেল,সরকারি হাজী জামাল উদ্দিন ডিগ্রি কলেজের পক্ষে অধ্যক্ষ মো: শহিদুজ্জামান,মুক্তিযোদ্ধা কমান্ডার মো: মোকছেদুর রহমান,উপজেলা ভাইস চেয়ারম্যান গোলাম হাফিজ রঞ্জু,মহিলা ভাইস চেয়ারম্যান আজিদা পারভিন পাখি,উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের প্রধান কর্মকর্তাগণ,প্রেস ক্লাবের সভাপতি অধ্যাপক মাহবুব-উল-আলম,সিনিয়র সহ-সভাপতি প্রভাষক মো: গিয়াস উদ্দিন,উপজেলা ছাত্রলীগের সভাপতি ইমরান হাসান আরিফ,শরৎনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাবিবা খন্দকার ইভা,মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: মোফাজ্জল হোসেন প্রমুখ ফুল দিয়ে বঙ্গবন্ধুর মুড়্যালে শ্রদ্ধা জানান।

অতপর বঙ্গবন্ধুসহ তার পরিবারের শহীদ সদস্যদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন উপজেলা পরিষদ জামে মসজিদের পেশ ইমাম মো: আব্দুল মজিদ।

পরে বীর মুক্তিযোদ্ধা হোসেন আলী অডিটোরিয়ামে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের অয়োজন করা হয়। উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ আশরাফুজ্জামান এর সভাপতিত্বে এতে বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ মো: বাকি বিল্লাহ।
অন্যান্যের মধ্যে বক্তব্য দেন ভাঙ্গুড়া থানার অফিসার ইনচার্জ মুহম্মদ আনোয়ার হোসেন,সরকারি হাজী জামাল উদ্দিন ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো: শহিদুজ্জামান,প্রেস ক্লাবের সভাপতি অধ্যাপক মাহবুব-উল-আলম বাবলু , উপজেলা ভাইস চেয়ারম্যান গোলাম হাফিজর্ ঞ্জু , মহিলা ভাইস চেয়ারম্যান আজিদা পারভিন পাখি প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মো: জাহিদুল ইসলাম।

এর আগে জাতির জনকের বিদেহী আত্মার প্রতি শ্রদ্ধা নিবেদন করে এক মিনিট নিরবতা পালন করা হয়। শেষে অতিথিবৃন্দ যুবদের মাঝে ঋণের চেক বিতরণ করেন । এছাড়াও ভার্চ্যুয়াল এবং অন-লাইনে দিবসের বিভিন্ন অনুষ্ঠানে অংশ গ্রহণ করে যে সব শিক্ষার্থী বিজয়ী হয়েছে তাদের মাঝে পুরস্কার হিসাবে বঙ্গবন্ধুর আত্মজীবনী মুলক বই প্রদান করা হয়।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।