রবিবার , ৭ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ২৩শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ - শরৎকাল || ১৫ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

ফরিদপুরে বিভিন্ন অভিযানে জরিমানা লক্ষাধিক টাকা

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ২২ এপ্রিল, ২০২৫

পাবনা ফরিদপুর উপজেলার (২২ এপ্রিল) মজ্ঞলবার ডেমরা বাজার এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৪৯ বস্তায় আনুমানিক ১৬ লক্ষ টাকা মূল্যর অবৈধ চায়না দুয়ারী জাল উৎপাদন কারখানা হতে পরিবহন কালে জব্দ করে পুড়িয়ে ধ্বংস করেছেন সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: সানাউল মোর্শেদ ও ফরিদপুর থানা অফিসার ইনর্চাজ মো: হাসনাত জামান।

অভিযানকালে অননুমোদিত ভাবে হেয়ার ওয়েল উৎপাদনের জন্য ন্যাচারাল বাই হেয়ার ওয়েল প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এ মোট ৫০,০০০/- অর্থদণ্ড প্রদান করা হয়। অভিযানকালে উপস্থিত ছিলেন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা, থানা অফিসার ইন চার্জ সহ সঙ্গীয় পুলিশ প্রশাসন।

জানা যায়, গত জুলাই/২০২৪ হতে অদ্যকাল পর্যন্ত উপজেলা নির্বাহী অফিসার মাহবুব হাসানের নির্দেশে ঐ উপজেলায় খাস জমির অবৈধ দখল উচ্ছেদ, খাল পুনরুদ্ধার, বাল্যবিবাহ প্রতিরোধ, ইভ টিজিং রোধ, ধূমপান নিয়ন্ত্রণ, দ্রব্য মূল্য নিয়ন্ত্রণ, যানযট নিরোসন ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছেন সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব মো: সানাউল মোর্শেদ।

গত আট (০৮) মাসে তিনি বিভিন্ন আইনে, সড়ক পরিবহন আইন-২০১৮, ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইন-২০১৩, মৎস ও পশুখাদ্য আইন- ২০১০, ভূমি প্রতিরোধ ও প্রতিকার আইন-২০২৩, বাল্য বিবাহ নিরোধ আইন-২০১৭, স্থানীয় সরকার পৌরসভা আইন-২০০৯ , সার ব্যবস্থাপনা আইন-২০০৬, মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইন- ১৯৫০,বায়ু দূষণ নিয়ন্ত্রণ বিধিমালা-২০২২, অত্যাবশকীয় পন্য নিয়ন্ত্রণ আইন-১৯৫৬, কৃষি বিপনন আইন-২০১৮,ধুমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার নিয়ন্ত্রণ আইন-২০০৫, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮,বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ সহ বিভিন্ন আইনে ৪৩ টি মোবাইল কোর্ট অভিযানে ৮২ টি মামলায় ২ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড এবং ৮১ জনকে মোট- ১৬,৬৬,৫৫০(ষোল লক্ষ ছেষট্টি হাজার পাঁচশত পঞ্চাশ) টাকা অর্থদ্ণ্ড প্রদান করেছেন। এতে জনস্বার্থ রক্ষায় প্রশাসনের এমন তৎপরতা প্রশংসিত হচ্ছে সচেতন মহলে।

এ বিষয়ে সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: সানাউল মোর্শেদ বলেন, এমন অভিযান শাস্তিমুলক নয়, বরং সর্তকতা ও সচেতনতা তৈরি এবং অপরাধ প্রতিরোধে লক্ষ্যেই পরিচালিত হয়ে থাকে। তবে স্থানীয়ভাবে সচেতন ছাড়া এমন অপরাধ রোধ করা সম্ভব নয়। সকলে যদি আইনের প্রতি শ্রদ্ধাশীল হয় ও বিষয় গুলো ইতিবাচক হিসাবে দেখে তাহলে অপরাধ কমানো সম্ভব।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।