সিরাজগঞ্জের সলঙ্গায় আলোচনা সভা,কেক কর্তন,দোয়া মাহফিল ও মিস্টি বিতরণের মধ্য দিয়ে মানবিক সংগঠন কেন্দ্রীয় “স্বপ্ন”র প্রতিষ্ঠাতা পরিচালক সাহদীন সাবুর ৪৫ তম শুভ জন্মদিন পালিত হয়েছে।আজ সোমবার (২১ এপ্রিল) বিকেলে “স্বপ্ন সিরাজগঞ্জ” শাখার আয়োজনে সলঙ্গার ঐতিহাসিক কদমতলায় মৌলভী আব্দুল ওয়াহেদ মিলনায়তনে এ শুভ জন্মদিন পালিত হয়।কে,এম মহিউদ্দিন এর সভাপতিত্বে এবং স্বপ্ন সিরাজগঞ্জ শাখার সাধারন সম্পাদক জাহিদুল ইসলামের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন,”স্বপ্ন সিরাজগঞ্জ” শাখার পরিচালক আশিক ইকবাল বাবু,উপদেষ্টা আহসান হাবীব,প্রচার সম্পাদক আবদুস ছালাম,”প্রিয় সলঙ্গার গল্প” গ্রুপের চীফ এডমিন শাহ আলম প্রমুখ।বক্তারা বলেন,ঢাকার সাহদীন সাবু একজন মানবিক পুরুষ।তারই ঐকান্তিক প্রচেষ্টায় মানব সেবা মুলক, অরাজনৈতিক সংগঠন “স্বপ্ন”র দ্বারা মানুষ উপকৃত হচ্ছে। মুমুর্ষ রোগীদের বিনামুল্যে রক্তদান,বিনামুল্যে রক্তের গ্রুপ নির্ণয়,শীতার্তদের পাশে দাঁড়ানো,জাতীয় ও বিশেষ দিবস পালন,ছিন্নমুল শিশুদের ঈদ উপহারসহ গরিব,অসহায় মানুষের পাশে দাঁড়ানোর সংগঠন “স্বপ্ন” তারই হাতে গড়া।যে সংগঠনটির শাখা সিরাজগঞ্জসহ দেশের অন্যান্য জেলাতেও বিদ্যমান। জন্মদিনে সাহদীন সাবুর ভুয়সী প্রশংশা ও সেবাদান মুলক সংগঠন “স্বপ্ন”র ধারা অব্যাহত রাখার দাবীও জানান বক্তারা।আলোচনা সভা শেষে সাহদীন সাবুর দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত ও দোয়া করা হয়।এরপর ১০ পাউন্ডের একটি কেক কর্তন ও উপস্থিত সকলকে মিস্টি মুখ করানো হয়।

মঙ্গলবার , ১৫ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ || ৩১শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ - বর্ষাকাল || ২০শে মহর্রম, ১৪৪৭ হিজরি
“স্বপ্ন”র প্রতিষ্ঠাতা সাহদীন সাবুর শুভ জন্মদিন পালিত
প্রকাশিত হয়েছে- সোমবার, ২১ এপ্রিল, ২০২৫