বেলাল হোসাইন,খাগড়াছড়ি প্রতিনিধি :
খাগড়াছড়ির রামগড়ে শনিবার দিনভর বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন করা হয়।
রামগড় উপজেলা প্রশাসন, রামগড় থানা,উপজেলা আওয়ামী লীগ,পৌর আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও বিভিন্ন সামাজিক
সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ এ সব কর্মসুচি পালন করেন।রামগড় উপজেলা আওয়ামীলীগের পক্ষ থেকে জানানো হয়, জাতীয় শোকদিবস উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন,দলীয় কার্যালয়ে আলোচনা সভার আয়োজন এবং উপজেলার বিভিন্ন এতিম খানা ও অনাথ আশ্রমে অনুদান দেয়া হয়।
সকালে রামগড় উপজেলা প্রশাসনের কার্যালয়ের সামনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নবনির্মিত ম্যুরালে পৃথকভাবে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন
করেন উপজেলা নির্বাহী অফিসার(ভারপ্রাপ্ত)সজিব কান্তি রুদ্র,রামগড় উপজেলা পরিষদের চেয়ারম্যান বিশ্বপ্রদীপ ত্রিপুরা,ভাইসচেয়ারম্যান আনোয়ার ফারুক, রামগড় উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোস্তফা
হোসেন,সাধারণ সম্পাদক নুরুল আলম আলমগীর,পৌর আওয়ামীলীগের সভাপতি রফিকুল আলম কামাল সহ প্রমুখ।
জাতীয় শোকদিবস উপলক্ষে উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) সজীব কান্তি সভাপতিত্বে উপজেলা সম্মেলন কক্ষে আলোচনাসভা,দোয়া মাহফিল এবং যুব সমাজের মাঝে ঋণ বিতরন অনুষ্ঠানের আয়োজন করা হয়।এসময় উপস্থিত থেকে বক্তব্য রাখেন রামগড় সার্কেলের অতিরিক্ত পুলিশ
সুপার সৈয়দ মো:ফরহাদ,উপজেলা পরিষদের চেয়ারম্যান বিশ্ব প্রদীপ ত্রিপুরা ও উপজেলা কৃষি কর্মকর্তা নাসির উদ্দীন চৌধুরী। এসময় উপস্থিত ছিলেন রামগড় থানার পরিদর্শক (তদন্ত)মনির হোসেন,যুব উন্নয়ন কর্মকর্তা আবুল বাশার পাটোয়ারী,জনপ্রতিনিধি,সাংবাদিক সহ রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।
আলোচনাসভা শেষে বেকারদের আত্মকর্মসংস্থানের লক্ষ্যে যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ২৭জন বেকার যুবক ও মহিলার মাঝে ১১ লক্ষ টাকা
যুব ঋণ বিতরণ করা হয় এবং প্রধান মন্ত্রীর আশ্রয়ন-২ প্রকল্পের আওতায় পার্বত্যাঞ্চলের গৃহহীন ১২টি ক্ষুদ্র নৃ-গোষ্টির পরিবারের জন্য নির্মিত ঘরের
চাবি তাদের মাঝে হস্তান্তর করা হয়।
অপরদিকে, রামগড় থানার সাব ইন্সপেক্টর মুজিবুর রহমান জানান,জাতীয় শোকদিবস উপলক্ষে রামগড় থানার আওতাধীন সকল মসজিদে রামগড়
থানার পক্ষ থেকে দোয়া এবং মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে।