রবিবার , ১৩ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ || ২৯শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ - বর্ষাকাল || ১৮ই মহর্‌রম, ১৪৪৭ হিজরি

আওয়ামীলীগ নেতার চাঁদা আদায় আড়াল করতে বিএনপির নেতার নামে মিথ্যাচার

প্রকাশিত হয়েছে- শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫

গুরুদাসপুরে মাদ্রাসার নামে সিধুলী বাজারে চাঁদা আদায়ে বিএনপি নেতার ভাগ চাওয়ার অভিযোগ মিথ্যা ও ভিক্তিহীন দাবী করেছেন নয়াবাজার হাটইজারা কমিটি। শনিবার (১৯ এপ্রিল) দুপুরে হাট অফিসে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ধারাবারিষা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি ও ইজারাদার রুবেল আহম্মেদ একথা জানান।

আয়োজকরা জানান, উপজেলার সিধুলী-চলনালী-পোয়ালশুড়া হযরত ওসমান গণি (রা:) ক্বওমি ও হাফিজিয়া মাদ্রাসা নিকটবর্তী অস্থায়ী বাজার থেকে রশিদের মাধ্যমে টাকা আদায় করতো মাদ্রাসা কমিটির সদস্যরা। মাদ্রাসার সভাপতি উপজেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি আব্দুল মজিদের নেতৃত্বে ওই অর্থের সিংহভাগ চলে যেত আয়দায়কারী সহ ওই নেতার পকেটে।
আয়োজকরা আরো জানান, মাদ্রাসার পক্ষে যুব সমাজের ব্যানারে শুক্রবার সংবাদ সম্মেলনে আ’লীগের ওই নেতার চাঁদা আদায়ের ঘটনা আড়াল করতেই জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুল আজিজকে জড়িয়ে চাঁদার ভাগ চাওয়ার মিথ্যা অভিযোগ করা হয়েছে। ওই অসার বক্তব্য প্রত্যাহারের দাবী জানান তারা।

সংবাদ সম্মেলনে ধারাবারিষা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শাহীন কাওছার,আলাউদ্দিন চুনু, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের ফারুক আহম্মেদ, যুবদল নেতা অরিফুল ইসলাম, ছাত্রদলের স্বপন আহম্মেদ, আশরাফুল আলম আছাদ প্রমুখ বক্তব্য রাখেন।

উল্লেখ্য, গত ১৫ এপ্রিল মাদ্রাসা কমিটির সদস্যদের ১২ জনের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা করেন রুবেল আহম্মেদ। মামলায় ৮ জনকে গ্রেপ্তার করে কারাগারে প্রেরণ করে থানা পুলিশ।

এ ঘটনার পরথেকে মাদ্রাসা কমিটিসহ সংশ্লিষ্ট এলাকাবাসী আটককৃতদের মুক্তির দাবীতে নানা কর্মসুচী পালন করে আসছেন। আসামীদের জামিন না হওয়ায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

বিএনপি নেতা আব্দুল আজিজ বলেন, তার ভাবমূর্তি ক্ষুন্ন করতে অপপ্রচার চালানো হচ্ছে। ওই মাদ্রাসার সভাপতি উপজেলা আ’লীগের সাবেক সহসভাপতি আব্দুল মজিদ। ১৫ বছর ধরে তার নেতৃত্বেই উঠানো চাঁদার মোটা অংশ তিনি ও তার সহকারীরা ভোগ করে আসছেন। তার দাবী মাদরাসার নামে তোলা অর্থ সম্পুর্নরুপে মাদরাসার স্বার্থেই ব্যয় করা হোক।

মাদ্রাসার সভাপতি আ.লীগ নেতা আব্দুল মজিদ বলেন,সরকার পতনের পরে তিনি সভাপতি পদে থাকলেও কোনো কার্যক্রমে নেই। তার সিদ্ধান্তের বাইরে ওই মাদ্রাসার কার্যক্রম পরিচালিত হচ্ছে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।