বুধবার , ১৬ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ || ১লা শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ - বর্ষাকাল || ২১শে মহর্‌রম, ১৪৪৭ হিজরি

বাঁচতে চায় ক্যান্সারে আক্রান্ত কলেজ ছাত্র আজিজ

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ১৭ এপ্রিল, ২০২৫
বাঁচতে চান ক্যান্সারে আক্রান্ত মেধাবী শিক্ষার্থী আব্দুল আজিজ (২৩)। তার স্বপ্ন ছিলো পড়াশোনা শেষ করে বাবার সংসারের হাল ধরা ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো। কিন্তু মরণব্যাধি ক্যান্সার আব্দুল আজিজের সেই যাত্রাপথের প্রধান বাঁধা হয়ে দাঁড়িয়েছে। তবুও সে অসুস্থতার বাধা ডিঙিয়ে বাঁচতে চান।
আব্দুল আজিজ সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার চাঁদপুর গ্রামের হাবিবুর রহমানের একমাত্র ছেলে ও সরকারি বেগম নূরুণনাহার তর্কবাগীশ অনার্স কলেজের হিসাববিজ্ঞান বিভাগের প্রথম বর্ষের ছাত্র।
পরিবার জানায়, ২০২৪ সালের জুন মাসে বগুড়া পপুলার ডায়াগনস্টিক সেন্টারে পরীক্ষা-নিরীক্ষা করতে গেলে আব্দুল আজিজের শরীরে মলদ্বার বা কোলন নামক ক্যান্সারের উপস্থিতি নিশ্চিত হন। পরবর্তীতে এনায়েতপুর খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক আফজাল হোসাইনের পরামর্শ অনুযায়ী ১২টি কেমোথেরাপি নেন আব্দুল আজিজ। তবে এতেও সুফল না হওয়ায় ওই চিকিৎসক বর্তমানে তাকে ওরাল রিহাইড্রেশন ও ইনজেকশন থেরাপি দিচ্ছেন।
একই সঙ্গে চিকিৎসকরা তাদের জানিয়েছেন পরিপাকতন্ত্রে ক্যান্সার পুনরায় ছড়িয়ে পড়ছে। অতিদ্রুততার সঙ্গে তাকে দেশের বাইরে নেয়া প্রয়োজন। চিকিৎসকের এই পরামর্শ অনুযায়ী ভারতে নিয়ে কোলন ক্যান্সারের চিকিৎসা করতে প্রয়োজন অন্তত ২৫ লাখ টাকা। যা ওই পরিবারের পক্ষে আদৌ সম্ভব নয়।
এদিকে একমাত্র ছেলে সন্তানকে মরণব্যাধি ক্যান্সারের হাত থেকে বাঁচাতে বাবা হাবিবুর রহমান ইতিমধ্যে ১০-১২ লাখ টাকা ব্যয় করেছেন। এতদিন এই চিকিৎসাসেবা নিজে চালিয়ে গেলেও আর্থিক অসচ্ছলতার কারণে আর পারছেন না।
আব্দুল আজিজের বাবা হাবিবুর রহমান বলেন, আমার ছেলে অত্যন্ত মিশুক, প্রাণবন্ত ও মিষ্টভাসী। বরাবরই বলত, ও পড়াশোনা শেষ করে অসহায় মানুষের জন্য কাজ করবে। অথচ আমার সেই ছেলে আজ মৃত্যুর প্রহর গুনছে। তিনি তার একমাত্র ছেলে আব্দুল আজিজের চিকিৎসার জন্য সমাজের বৃত্তবান ও মানবিক মানুষগুলোর কাছে সহায়তা চেয়েছেন।
সাহায্য পাঠানোর ব্যাংক অ্যাকাউন্ট মোঃ আব্দুল আজিজ,
হিসাব নং- ০১০০২৫০১৩২৪৬২ জনতা ব্যাংক লিমিটেড, ধানগড়া শাখা, সিরাজগঞ্জ। মোবাইল ব্যাংকিং- বিকাশ (পার্সোনাল) ০১৭২২-৯৫৩০৪৫।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।