ফরহাদুল ইসলাম,আনোয়ারা প্রতিনিধিঃ
আনোয়ার উপজেলার গুয়াপঞ্চক উচ্চ বিদ্যালয়ে যথাযথ মর্যাদায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে আজ শনিবার (১৫ আগস্ট) বেলা ১১টায় বিদ্যালয় মিলনায়তনে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে আনোয়ারা উপজেলা যুবলীগের সদস্য মোহাম্মদ আবচারের সঞ্চালনায়,বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি ও বৈরাগ ইউনিয়নের চেয়ারম্যান মোঃ সোলায়মানের সভাপতিত্বে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বৈরাগ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবুল মনছুর চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্যে রাখেন,বীর মুক্তিযোদ্ধা মোঃ ইউছুফ, বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৈয়দ আহসান উদ্দীন,বৈরাগ ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি নুর হোসেন,সাধারণ সম্পাদক জসিম উদ্দীন চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য ডাঃ আহম্মেদ হোসেন,ফরিদ আহম্মেদ শাহ্,আওয়ামীলীগ নেতা গজনাফর আলী চৌধুরী প্রমুখ।