শনিবার , ১২ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ || ২৮শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ - বর্ষাকাল || ১৭ই মহর্‌রম, ১৪৪৭ হিজরি

সলঙ্গার ধোপাকান্দি ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত

প্রকাশিত হয়েছে- রবিবার, ১৩ এপ্রিল, ২০২৫
সিরাজগঞ্জের সলঙ্গা থানার ধোপাকান্দিতে  মরহুম আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।  শনিবার (১২ এপ্রিল) বিকেলে হাটিকুমরুল ইউপির ধোপাকান্দি খেলার মাঠে জমকালো এ ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়।খেলায় প্রধান মেহমান হিসেবে উপস্থিত থেকে খেলার শুভ উদ্বোধন করেন,রাজশাহী বিভাগের সাবেক ডিআইজি,পুলিশ সংস্কার কমিটির সদস্য সচিব ও উল্লাপাড়া-সলঙ্গা আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী খান সাঈদ হাসান জোতি।ধোপাকান্দি পুর্বপাড়া ফাইভ স্টার ক্লাবের আয়োজনে ফুটবল খেলার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,সলঙ্গা থানা বিএনপির সাবেক সভাপতি জননেতা মতিয়ার রহমান সরকার।খেলা পরিচালনা কমিটির সভাপতি,বিশিষ্ট সমাজ সেবক আলহাজ্ব ফরিদুল ইসলামের সভাপতিত্বে  খেলা মঞ্চে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,হাটিকুমরুল ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি গোলাম আম্বিয়া, সাবেক সহ সভাপতি গোলাম মোস্তফা,বিএনপি নেতা জহুরুল ইসলাম,শাহরিয়ার মামুন রাজু,রঞ্জু আহমেদ মুনসী,হাজী রেজাউল করিম, মামুন,ইউনুস তালুকদার, জাকিরুলসহ অনেকে।
খেলায় রেফারির দায়িত্ব পালন করেন,উল্লাপাড়ার বিশিষ্ট ক্রীড়া সংগঠক জাহিদুজ্জামান (কাকন)।ধারা বিবরণীতে ছিলেন,বগুড়ার সুপরিচিত ধারাভাষ্যকর মজনু।
উক্ত ফাইনাল খেলায় যে ২ টি দল অংশ গ্রহন করেন,ভাই ভাই এন্টার প্রাইজ,শাহার পুকুর (বগুড়া) বনাম আয়াত আয়েশা স্পোর্টিং ক্লাব (টাঙ্গাইল)।খেলায় ৩-০ গোলে বগুড়া দল জয়লাভ করেন। প্রথম পুরস্কার একটি ১২৫ সিসি মোটর সাইকেল এবং রানার্স আপ (টাঙ্গাইল দল) পুরষ্কার হিসেবে ১০০ সিসি মোটর সাইকেলের চাবি সম্মানিত অতিথিগণ টিম লিডারদের হাতে তুলে দেন।এ সময় বিএনপি,যুবদল, ছাত্রদল,কৃষকদল, বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ব্যক্তিবর্গ, সুধীবৃন্দ, সাংবাদিকবৃন্দসহ হাজার হাজার ক্রীড়ামোদি দর্শক দ্বারা খেলার মাঠ কানায় কানায় ভরপুর ছিল।খেলার সার্বিক পরিচালনায় ছিলেন, বিএনপি নেতা রুহুল আমিন এবং সঞ্চালনায় ছিলেন, আব্দুল মতিন সওদাগর।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।