মঙ্গলবার , ৮ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ || ২৪শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ - বর্ষাকাল || ১৩ই মহর্‌রম, ১৪৪৭ হিজরি

টিম নিয়ে মাঠে নেমেছেন উল্লাপাড়ার কৃষিকর্মকর্তাগণ

প্রকাশিত হয়েছে- শুক্রবার, ১১ এপ্রিল, ২০২৫
কৃষির উন্নয়নে কৃষকদের পরামর্শ দিতে সরাসরি টিম নিয়ে মাঠে কাজ করছেন সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলাউল্লাপাড়ার কৃষি অফিসের উপ-সহকারি কৃষি কর্মকর্কাগণ।   উল্লাপাড়া উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কৃষিকর্মকর্তা কৃষিবিদ সুবর্ণা ইয়াসমিন সুমীর দিক নির্দেশনায় আজ সকালে উপজেলার ৩ টি ইউনিয়নের বিভিন্ন গ্রামের ইরি-বোরো মাঠে গিয়ে টিমের সদস্যরা কৃষকদের বিভিন্ন বিষয়ে পরামর্শ প্রদান করেন।পরামর্শের মধ্যে উল্লেখযোগ্য ছিল কারেন্ট পোকা সনাক্তকরন ও প্রতিকার।টিম লিডার গণ উপজেলার রামকৃঞপুর ইউনিয়নের জালসুকা,দবিরগঞ্জ মাঠ,সলঙ্গা ইউনিয়নের নাইমুড়ি মাঠ ও হাটিকুমরুল ইউনিয়নের রামার চর মাঠে গিয়ে কৃষকদের পরামর্শ প্রদান করেন।
এ সময় উপ-সহকারি কৃষিকর্মকর্তা টিম লিডারদের মধ্যে উপস্থিত ছিলেন,সোহেল আরমান,আরিফ মাহমুদ,রফিকুল আলম,রেজাউল করিম,হারুনর রশীদ,জুয়েল প্রমুখ। এ ছাড়াও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও  কৃষকেরা উপস্থিত ছিলেন।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।