সাদামাটা সেতো আদিম সত্ত্বা
জৌলুসের নেই লেশ,
সাদাকালোময় জীবন তরী
ভালোবাসাময় বেশ।
কিসের তোমার বসগিরি
কেন ক্ষমতার বড়াই,
মানুষকে ভালোবেসে দেখ
থাকবেনা দ্বন্দ্ব লড়াই।
দায়িত্বে তুমি হও বিনয়ী
সারল্য থাকুক আচরণে,
তুমিও হবে আদর্শবান
থাকবে দোয়ায় সঙ্গোপনে।
হে দয়াময়, রঙিন চশমায়
হয় না যেন লীন,
সাদা সরল মানব জনমে
আনন্দে বাজুক বীণ।