ঈদ পরবর্তী রাজনৈতিক আলোচনা সভা ও আগামী ১৫ এপ্রিল বিকালে বিএলকে উচ্চ বিদ্যালয় মাঠে “আরাফাত রহমান কোকো” স্মৃতি ফ্রেন্ডশিপ ফুটবল টুর্নামেন্ট উদযাপন উপলক্ষে পাবনার আটঘরিয়া উপজেলা বিএনপির আয়োজনে প্রত্ততিমুলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার ১০ এপ্রিল সকালএগারোটার উপজেলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত প্রস্তুতিমুলক আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির আহবায়ক ও একদন্ত ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আতাউর রহমান রানা।
আটঘরিয়া উপজেলা বিএনপির সদস্য সচিব মনোয়ার হোসেন আলম এর সঞ্চালনায় এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক আছিম উদ্দিন, পৌর বিএনপির সভাপতি আজাহার আলী খান, সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুস, পৌর কৃষক দলের সভাপতি বিএম বাবুল, চাঁদভা ইউনিয়ন বিএনপির সভাপতি হারুন মোল্লা, সাধারণ সম্পাদক পাঞ্জাব আলী, সাংগঠনিক সম্পাদক জাহিদ হাসান,দেবোত্তর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান রতন মোল্লা, পৌর যুবদলের আহবায়ক আনোয়ার ইসলাম, উপজেলা যুব দলের আহবায়ক মোশাররফ হোসেন, সদস্য সচিব মনোয়ার হোসেন মঞ্জু প্রমুখ।
উপস্থিত ছিলেন পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মোফাজ্জল হোসেন, যুবদল নেতা মনিরুল ইসলাম, ছাত্র নেতা তারেক হোসেন, মিলন হোসেন, মাজপাড়া ইউনিয়ন বিএনপির নেতা শাহীন খান, লক্ষীপুর ইউনিয়ন বিএনপির নেতা রবিউল ইসলাম রবি। সহ বিভিন্ন ইউনিয়ন বিএনপির নেতা নেতৃবৃন্দ।