মঙ্গলবার , ১৬ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ১লা আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ - শরৎকাল || ২৪শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

গণপিটুনির শিকার সাবেক এমপি আজিজ আরেক মামলায় কারাগারে

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫

সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনের সদ্য কারামুক্ত সাবেক এমপি অধ্যাপক ডা. আব্দুল আজিজকে জেলগেট থেকে ধরে মারধর করে থানায় সোপর্দ করার পর আরেকটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে আবারও কারাগারে পাঠানো হয়েছে। সিরাজগঞ্জ আদালতের কোর্ট পরিদর্শক আব্দুল হাই বলেন, ‘আজ বুধবার (৯ এপ্রিল) দুপুরে সাবেক এমপি অধ্যাপক ডা. আব্দুল আজিজকে তাড়াশ আমলী আদালতে হাজির করা হয়। পরে বিচারক গোলাম ওমর ফারুক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।’তিনি আরো বলেন, ‘তাকে ২০২৪ সালের ৪ আগস্ট তাড়াশ উপজেলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের ওপরে হামলা ও মারধরের ঘটনায় দায়ের হওয়া একটি নাশকতার মামলার সন্দেহভাজন আসামি হিসেবে গ্রেপ্তার দেখানো হয়েছে। এর আগে হাইকোর্ট থেকে একটি হত্যা চেষ্টা মামলায় জামিন পান সাবেক এমপি ডা. আব্দুল আজিজ। গত মঙ্গলবার বিকেলে এ সংক্রান্ত আদেশের কাগজপত্র সিরাজগঞ্জ কারাগারে আসে বলেও জানান তিনি। সিরাজগঞ্জ কারাগারের সুপার এস. এম কামরুল হুদা বলেন, ‘জামিনের নথিপত্র যাচাই-বাছাই শেষে মঙ্গলবার রাত পৌনে ৮টার দিকে সাবেক এমপি ডা. আব্দুল আজিজকে কারাগার থেকে ছেড়ে দেওয়া হয়। এরপর কারাগারের সামনের রাস্তা থেকে ছাত্র-জনতা তাকে ধরে নিয়ে যায় বলে শুনেছি। সদর থানার ওসি হুমায়ুন কবির বলেন, ‘মঙ্গলবার রাত ৯টার দিকে বিক্ষুব্ধ ছাত্র-জনতা সাবেক এমপি ডা. আব্দুল আজিজকে সদর থানায় সোপর্দ করেন। এরপর তাড়াশ থানার একটি নাশকতার মামলার সন্দেহভাজন আসামি হিসেবে গ্রেপ্তার দেখিয়ে আজ বুধবার দুপুরে তাকে আদালতে পাঠানো হয়।’ এদিকে, সাবেক এমপি ডা. আব্দুল আজিজ জামিনে মুক্ত হওয়ার প্রতিবাদে তাড়াশ উপজেলা সদরে বিক্ষোভ মিছিল করেছে উপজেলা বিএনপি। এ ছাড়াও সিরাজগঞ্জ সদর থানার সামনে মঙ্গলবার রাতে অবস্থান কর্মসূচি পালন করেছেন জেলা বিএনপি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু বলেন, ‘আওয়ামী লীগের শাসনামলে বিএনপির নেতাকর্মীরা জামিন পেলেও জেলগেট থেকে শোন অ্যারেস্ট করে পুনরায় কারাবন্দি করা হত। অথচ আওয়ামী লীগের ফ্যাসিস্ট এমপিরা জামিন পাওয়ার পর প্রশাসন তা করছে না। এসব এমপিরা জামিনে মুক্ত হয়ে এলাকায় ফিরতে পারলে আবারও সরকার বিরোধী নানা ষড়যন্ত্র করবে এবং রাজনৈতিক পরিবেশ উত্তপ্ত করে তুলবে বলে আমরা আশংকা করছি।’ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সিরাজগঞ্জ জেলা শাখার যুগ্ম আহ্ধসঢ়;বায়ক মুনতাসির মেহেদী হাসান বলেন, ‘মঙ্গলবার বিকেলে আমরা বিশ্বস্ত সূত্রে জানতে পারি সিরাজগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য আব্দুল আজিজ হাইকোর্ট থেকে জামিন পেয়েছেন। এরপর সিরাজগঞ্জ কারাগারের সামনে গিয়ে জেল সুপারের সঙ্গে মোবাইলে কথা বলে বিষয়টি নিশ্চিত হই। বিষয়টি নিয়ে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের সঙ্গে এ বিষয়ে কথা বলি। পরবর্তীতে সাবেক এমপি আব্দুল আজিজ কারাগার থেকে বেরিয়ে আসলে তাকে ধরে নিয়ে এসে সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করেছি।’ গত ৪ ফেব্রয়ারি রাজধানীর বাংলা মোটর এলাকার পদ্মা জেনারেল হাসপাতাল থেকে র‌্যাব সদস্যরা সাবেক এমপি ডা. আব্দুল আজিজকে গ্রেপ্তার করেন। এরপর ২০২৪ সালের ১১ সেপ্টেম্বর তাড়াশ থানায় ইউনিয়ন বিএনপি নেতা আসাদুজ্জামান আসাদ বাদী হয়ে দায়ের করা হত্যা চেষ্টা মামলায় তাকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছিল। এ মামলায় সাবেক এমপি আজিজসহ আওয়ামী লীগের ৯৯জন নেতাকর্মীকে আসামি করা হয়েছে। ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনের সময় বিএনপি মনোনীত প্রার্থী আব্দুল মান্নান তালুকদারের গাড়ি বহরে হামলার ঘটনায় এ মামলা করা হয়েছিল।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।