ফরিদ মিয়া নান্দাইল ময়মনসিংহ প্রতিনিধিঃ
ময়মনসিংহের নান্দাইলে (১৫ আগস্ট) স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫ তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে। আজ জাতীয় শোক দিবস উপলক্ষে বিভিন্ন কর্মসূচী গ্রহন করা হয়। সকালে উপজেলা প্রশাসন, বাংলাদেশ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে বঙ্গবন্ধু চত্তরে পুষ্পস্তবক অর্পণ করে। পরে উপজেলা হলরুমে উপজেলা নির্বাহী অফিসার মো. এরশাদ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় সংসদ সদস্য আনোয়ারুল আবেদীন খান তুহিন প্রধান অতিথি উপজেলা পরিষদ চেয়ারম্যান হাসান মাহমুদ জুয়েল বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন।
আরও বক্তব্য রাখেন পৌর মেয়র রফিক উদ্দিন ভূইয়া, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মনোয়ারা জুয়েল, সহকারী কমিশনার ( ভূমি) শারমিন সুলতানা, সাবেক কমাণ্ডার মাজহারুল হক ফকির, জেলা পরিষদের সদস্য আবু বক্কর ছিদ্দিক, উপজেলা প্রাণিসম্পদ অফিসার মলয় কান্তি মোদক, প্রবীন আওয়ামী লীগ নেতা শরাফ উদ্দিন ভূইয়া, উপজেলা যুব উন্নয়ন অফিসার ফয়েজ উদ্দিন, সাবেক চেয়ারম্যান রফিকুল ইসলাম রেণু, সাংবাদিক এনামুল হক বাবুল, আলম ফরাজি প্রমুখ। আলোচনা সভা শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ ও যুব উন্নয়ন কতৃক কম্পিউটার প্রশিক্ষণার্থীদে মাঝে সনদ বিতরন ও আত্তকর্মীদের মাঝে ঋণ চেক বিতরন করা হয়। এছাড়াও উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আলাদাভাবে নানান অনুষ্ঠানের মাধ্যমে জাতীয় শোক দিবস পালন কর হয়েছে।