রিয়াজুল ইসলাম বাচ্চু, ঝালকাঠি:
ঝালকাঠিতে নানা আয়োজনে যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোক দিবস পালিত হয়েছে। সকালে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগসহ অঙ্গ সংগঠনসমূহ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করে।পরে স্বাধীনতার মহান স্থপতি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালী ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী এবং জাতীয় শোক দিবস উপলক্ষ্যে জেলা ও উপজেলায় আলোচনা সভা দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়। ঝালকাঠি জেলা প্রশাসনের আয়োজনে শনিবার সকাল ১০ টায় ঝালকাঠি জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে এক আলোচনা সভায অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোঃ জোহর আলী।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঝালকাঠি-২ আসনের সংসদ সদস্য ও ১৪ দলের মুখপাত্র আলহাজ্ব আমির হোসেন আমু ( ভার্চুয়াল সংযুক্ত)সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিন, জেলা আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব সরদার মোঃ শাহ আলম, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির, পৌর মেয়র আলহাজ্ব লিয়াকত আলী তালুকদারসহ জেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ।
এছাড়াও ঝালকাঠি সদর আওয়ামীলীগের সভাপতি আঃ রশিদ হাওলাদারের ও সাধারণ সম্পাদক কাউন্সিলর হাফিজ আল মাহমুদ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।
নলছিটি উপজেলা: নলছিটিতে যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোক দিবস পালিত হয়েছে । সকাল সাড়ে নয়টায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান’র প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান উপজেলা প্রশাসন ,উপজেলা আওয়ামী লীগ,মুক্তিযোদ্ধা সংসদ, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানগণ, আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা কর্মীরা।এরপর ১০ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মোঃ সাখাওয়াত হোসেন’র সভাপতিত্বে শোকসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগ সহ-সভাপতি ও উপজেলা চেয়ারম্যান মোঃ সিদ্দিকুর রহমান।
কাঠালিয়া উপজেলা:বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫ তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে কাঠালিয়া আওয়ামীলীগের পক্ষ থেকে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পন করেন আওয়ামীলিগের উপজেলা সভাপতি মো: উজির সিকদার , সাধারন সম্পাদক জনাব মো: এমাদুল হক মনির বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানগণ আওয়ামীলিগের আংঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
রাজাপুর উপজেলা: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫ তম শাহাদত বার্ষিকী উপলক্ষে ঝালকাঠির রাজাপুরে উপজেলা প্রশাসন, রাজাপুর থানা, উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগ সহ অঙ্গ সংগঠন, রাজাপুর সরকারি কলেজ, রাজাপুর মডেল পাইলট উচ্চ বিদ্যালয়, বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদ রাজাপুর সহ বিভিন্ন সামাজিক সংগঠনের পক্ষ থেকে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন ।পরে উপজেলা মিলনায়তনে আলোচনায় অংশ নেন উপজেলা চেয়ারম্যান মোঃ মনির উজ্জামান, নারী ভাইস চেয়ারম্যান আফরোজা আক্তার লাইজু বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানগণ ও উপজেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ।