বুধবার , ৯ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ || ২৫শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ - বর্ষাকাল || ১৪ই মহর্‌রম, ১৪৪৭ হিজরি

ভাঙ্গুড়ায় সিনিয়র বনাম জুনিয়র প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত

প্রকাশিত হয়েছে- বুধবার, ২ এপ্রিল, ২০২৫

পাবনার ভাঙ্গুড়া উপজেলার অষ্টমনিষা ইউনিয়নের ঝবঝবিয়া একটি ঐতিহ্যবাহী গ্রাম। সেই সাথে গ্রামটি খেলাধুলোর চর্চা আলাদা উল্লেখ্যের দাবি রাখে। সে চর্চার সূচনাকাল বলা যায় নব্বই দশককে। ওই দশক থেকেই ডাং-গুলি, কবাডিকে পাশ কাটিয়ে আধুনিক খেলা ক্রিকেট একটু একটু করে শুরু হয়। পরে তা প্রবল আকার নেয়। “জয় কিংবা পরাজয় খেলাই শেষ কথা নয়, খেলোয়াড়দের মানসিকতাই আসল”এই প্রতিপাদ্যকে সামনে রেখে পাবনার ভাঙ্গুড়া উপজেলার অষ্টমনিষা উচ্চ বিদ্যালয় মাঠে এক প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১ এপ্রিল) বিকেলে ঝবঝবিয়া যুবসমাজ কর্তৃক আয়োজিত এই ম্যাচে মুখোমুখি হয় ঝবঝবিয়া সিনিয়র ক্রিকেট একাদশ ও ঝবঝবিয়া জুনিয়র ক্রিকেট একাদশ।

 

ঝবঝবিয়া সিনিয়র ক্রিকেট একাদশের ক্যাপ্টেন মো: মনিরুল ইসলাম মনির নেতৃত্বে টস জিতে প্রথমে ব্যাটিং করতে নেমে ঝবঝবিয়া সিনিয়র একাদশ নির্ধারিত ১৪ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৩৩ রানের বিশাল সংগ্রহ গড়ে। দলের ব্যাটসম্যানদের দায়িত্বশীল পারফরম্যান্সের ফলে তারা শক্ত অবস্থান তৈরি করতে সক্ষম হয়।

 

ঝবঝবিয়া জুনিয়র একাদশের ক্যাপ্টেন আশিকুর রহমান আশিকের নেতৃত্বে ১৩৪ রানের টার্গেট নিয়ে ব্যাট করতে নেমে ঝবঝবিয়া জুনিয়র একাদশ ১৪ ওভারে ৮ উইকেট হারিয়ে ১২৯ রান সংগ্রহ করে। ফলে ৪ রানের ব্যবধানে বিজয়ী হয় ঝবঝবিয়া সিনিয়র একাদশ।

 

খেলায় অসাধারণ পারফরম্যান্সের জন্য সিনিয়র দলের মকবুল হোসেনকে ম্যান অফ দ্য ম্যাচ নির্বাচিত করা হয়। তিনি একাই ৩ উইকেট শিকার করেন এবং ৩১ রান করেন, যা দলের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

একই সাথে জুনিয়র দলের আমির হামজা ৫০ রান করে ম্যান অব দ্যা সিরিজ নির্বাচিত হন।

এছাড়াও ঝবঝবিয়া সিনিয়র ক্রিকেট একাদশের খেলোয়াড় হিসেবে ছিলেন, আমজাদ হোসেন, রিয়াদ আলী, আল-আমিন, জিয়ারুল ইসলাম, রনি আহমেদ, জাকিরুল ইসলাম, স্বাধীন ইসলাম, আশিক ইসলাম ও আতিক ইসলাম।

ঝবঝবিয়া জুনিয়র ক্রিকেট একাদশের খেলোয়াড় হিসেবে ছিলেন, আকাশ ইসলাম, রবিন আলী, মাজেদুল ইসলাম, আশিক ২, রাতুল ইসলাম, শান্ত ইসলাম, শাকিব ইসলাম, মামুন ইসলাম, হৃদয় আলী।

প্রীতি ম্যাচটি উপভোগ করতে এলাকার শত শত দর্শক মাঠে উপস্থিত ছিলেন। ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে দুই দলের খেলোয়াড়দের সংবর্ধনা জানানো হয়।

আয়োজকদের মতে, এই ধরনের ক্রীড়া আয়োজন স্থানীয় তরুণদের মধ্যে ক্রীড়া চেতনা ও সৌহার্দ্য বৃদ্ধি করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।