পাবনার ঈশ্বরদীতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুবির কুমার দাশের সরকারি মোবাইল নম্বর ক্লোন করে বিভিন্ন ব্যক্তি, প্রতিষ্ঠান ও ব্যবসায়িদের কাছ থেকে টাকা চেয়ে চাঁদা দাবি করা হচ্ছে বলে অভিযোগ উঠে এসেছে। বৃহস্পতিবার (২৭ মার্চ ) সকালে ইউএনও নিজেই এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ঈশ্বরদী শহরের বিভিন্ন ব্যক্তি ও ব্যবসায়িদের কাছ থেকে আমার মোবাইল নম্বর ক্লোন করে চাঁদাবাজির টাকা দাবি করা হলে তখন আমাকে ফোন করে নিশ্চিত হতে চেয়েছেন তখন ব্যাপারটা ধরা পড়ে। আমার কাছে বেশ কয়েকজন ফোন করে এ বিষয়ে অভিযোগও করেছেন। এ ঘটনায় সবাইকে সতর্ক থাকার অনুরোধ করেছেন ইউএনও সুবীর কুমার দাশ। ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শহিদুল ইসলাম শহিদ এ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, বিষয়টি নিয়ে তথ্যপ্রযুক্তির সহায়তায় অপরাধীদের আইনের আওতায় আনার চেষ্টা চলছে। ঈশ্বরদী থানার ইন্সপেক্টর (তদন্ত) মো. মনিরুল ইসলাম জানান, অপরাধী যেই হোক আইনের আওতায় আনা হবে।
শনিবার , ৮ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ২৩শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ - হেমন্তকাল || ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
ঈশ্বরদীতে ইউএনওর মোবাইল নম্বর ক্লোন করে চাঁদা দাবি
প্রকাশিত হয়েছে- শুক্রবার, ২৮ মার্চ, ২০২৫