শুক্রবার , ১১ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ || ২৭শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ - বর্ষাকাল || ১৬ই মহর্‌রম, ১৪৪৭ হিজরি

অভয়নগরে সিগ্ন্যাল পিলারে ধাক্কা লেগে মোটরসাইকেল চলক নিহত, আহত ১

প্রকাশিত হয়েছে- রবিবার, ২৩ মার্চ, ২০২৫

যশোরের অভয়নগরে আবু বক্কার(১৬), নামের একজন সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত হয়েছে। অপর একজন আহত হয়েছে। শনিবার (২২ মার্চ) রাত আনুঃ ৮ টার সময় উপজেলার বাঘুটিয়া ইউনিয়নের পাচুড়িয়া গ্রামে এঘটনা ঘটেছে। নিহত আবুবকর উপজেলার শুভরাড়া ইউনিয়নের লেবুগাতী গ্রামের ইরশাদ আলীর ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, পার্শবর্তী বাজার থেকে ঈদের কেনাকাটা করে নিহত আবুবকর রাতুল নামের যুবককে নিয়ে মোটরসাইকেল চালিয়ে দ্রুত গতিতে বাড়ির দিকে যাচ্ছিলো। পাচুড়িয়া মোড়ে সিগ্ন্যাল পিলারে গিয়ে ধাক্কা লেগে ছিটকে পড়ে গিয়ে মারাত্মক আহত হয়। নিহত আবু বক্কারের মাথা ফেটে যায়। দু’জনকেই স্থানীয় পথচারীরা উদ্ধার করে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার আবুবকরকে মৃত ঘোষণা করেন। অপরজন রাতুলকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নিহত আবুবকরের দুলাভাই মেহেদী হাসান জানান, আমার ছোট শালা বাঘুটিয়ায় গিয়েছিল ঈদের কেনাকাটা করতে সেখান থেকে ফেরার পথে এই দুর্ঘটনা ঘটেছে। নিহত যুবক পল্লি মঙ্গল আদর্শ কলেজের ছাত্র।

অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক মশিয়ার রহমান বলেন, ২জন ব্যক্তিকে রাত ৯ টার দিকে হাসপাতালে নিয়ে আসছিল এরমধ্যে আবুবকর নামের ব্যক্তিকে মৃত অবস্থায় পাওয়া যায়। অপর আহত ব্যক্তিকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এবিষয়ে অভয়নগর থানার অফিসার ইনচার্জ আব্দুল আলিম বলেন, ঘটনা জেনেছি সাথে সাথে ঘটনা স্থানে পুলিশ পাঠানো হয়েছে। পরবর্তীতে অনুসন্ধান পূর্বক ব্যবস্থা গ্রহন করা হবে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।