দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় সাদুল্লাপুরে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকাল ৫টায় পাবনা সদর উপজেলা সাদুল্লাপুর ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে এ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
ইফতার পূর্ব আলোচনাসভায় বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আনিছুল হক বাবু, জেলা যুবদলের আহ্বায়ক ইলিয়াস আহমেদ হিলেম রানা, জেলা জিয়া পরিষদের সাবেক সাংগঠনিক সম্পাদক সিদ্দিকুল ইসলাম ফরিদ, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি মুজাহিদ হোসেন, সাবেক সাধারণ সম্পাদক সানজিদ ইসলাম প্রান্ত, সাদুল্লাপুর ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক শরিফুল ইসলাম মিন্টু।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন আব্দুল আজিজ শেখ ও অনুষ্ঠান পরিচালনা করেন সাদুল্লাপুর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি রফিকুল ইসলাম।
এসময় সাদুল্লাপুর ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি রিয়াজুল ইসলাম রিয়াজ, রাশেদুল ইসলাম, মানিক বিশ্বাস, রবিউল ইসলাম মেম্বার, আতাউর, মিঠু বিশ্বাস, টিপু বিশ্বাস, আকাশ, আ. মালেক, রহিম মহুরীসহ ইউনিয়ন বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
ইফতার পূর্ব দোয়া-মোনাজাতে স্বৈরাচার হাসিনার আমলে নিহত শহীদদের আত্মার মাগফেরাত এবং বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্বাস্থ্য-দীর্ঘায়ূ কামনা করে বিশেষ দোয়া করা হয়।

মঙ্গলবার , ৯ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ২৫শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ - শরৎকাল || ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
সাদুল্লাপুরে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
প্রকাশিত হয়েছে- শনিবার, ২২ মার্চ, ২০২৫