বুধবার , ১০ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ২৬শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ - শরৎকাল || ১৮ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

চাটমোহরে আ.লীগের একাধিক কর্মী কৃষকদলের নেতা, প্রতিবাদে কমিটি থেকে ১০ জনের পদত্যাগ

প্রকাশিত হয়েছে- বুধবার, ৫ মার্চ, ২০২৫

তারা ছিলেন আওয়ামী লীগের কর্মী। পট পরিবর্তনের পর হয়েছেন জাতীয়তাবাদী কৃষক দলের একটি ইউনিয়ন কমিটির সভাপতিসহ বিভিন্ন পদের নেতা। সম্প্রতি পাবনার চাটমোহর উপজেলায় ঘটেছে এমন ঘটনা। এ ঘটনার প্রতিবাদে কৃষক দলের ঘোষিত কমিটি থেকে ১০জন পদত্যাগ করেছেন।

সম্প্রতি চাটমোহর উপজেলার বিলচলন ইউনিয়নের কৃষকদলের ৫১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষনা করে উপজেলা কৃষকদল। কমিটিতে সভাপতি হিসেবে ওই ইউনিয়নের কুমারগাড়া গ্রামের মোঃ নজরুল ইসলাম,সহসভাপতি মোঃ বাবু মিয়া,সাংগঠনিক সম্পাদক নটাবাড়িয়া গ্রামের মোঃ আঃ মোমিন ও প্রচার সম্পাদক দোদারিয়া গ্রামের আলহাজ হোসেন নাম অন্তর্ভুক্ত করা হয়েছে। কিন্তু ওই ইউনিয়নের বিএনপি ও অঙ্গ সহযোগি সংগঠণের নেতা-কর্মীদের দাবি কমিটির সভাপতি,সহ-সভাপতি, সাংগঠনিক সম্পাদক ও প্রচার সম্পাদক আওয়ামী লীগের সক্রিয় কর্মী। বিগত জাতীয় সংসদ নির্বাচনে সভাপতি নজরুল ইসলামের বাড়িতে নৌকার অফিস ছিলো। বিগত ১৬ বছরে তারা কোনদিন বিএনপি বা অঙ্গ সংগঠণের কোন কর্মসূচিতে অংশগ্রহণ করেননি। তারা সবসময় আওয়ামী লীগের হয়ে কাজ করেছেন। বিএনপি ও অঙ্গ সংগঠণের নেতা-কর্মীরা কৃষকদলের কমিটি বিলুপ্ত করে আওয়ামী লীগের সময় রাজপথে আন্দোলনে থাকা কর্মীদের নিয়ে নতুন কমিটি গঠণের দাবি জানিয়েছেন। গতকাল বুধবার বিলচলন ইউনিয়ন বিএনপি’র আহবায়ক মোঃ আফছার আলী,যুগ্ম আহবায়ক মোখলেসুর রহমান,যুগ্ম আহবায়ক নজরুল ইসলাম,ইউনিয়ন সেচ্ছাসেবক দলের সভাপতি আলামিন শেখ,ইউনিয়ন ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শিমুল হোসেনসহ বিভিন্ন ওয়ার্ডের বিএনপির সভাপতি ও নেতৃবৃন্দ কৃষকদলের কমিটি বিলুপ্ত করে নতুন কমিটি গঠণের জন্য পাবনা জেলা কৃষক দলের সভাপতি ও সম্পাদকসহ উপজেলা কৃষকদলের নেতৃবৃন্দের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন।

এদিকে আওয়ামী লীগ কর্মীদের দিয়ে কৃষকদলের কমিটি গঠণ করায় গঠিত কমিটির ১০জন পদত্যাগ করেছেন। গতকাল বুধবার তারা পদত্যাগপত্র দিয়েছেন জেলা ও উপজেলা কমিটির কাছে। পদত্যাগকারীরা হলেন,যুগ্ম সাধারণ সম্পাদক রাজু আহমেদ,দপ্তর সম্পাদক আমিরুল ইসলাম,সমাজকল্যাণ সম্পাদক জনি হোসেন,যোগাযোগ বিষয়ক সম্পাদক মহসিন আলী,সহ দপ্তর সম্পাদক সাইফুল ইসলাম,সহ ত্রাণ বিষয়ক সম্পাদক ইমরান হোসেন,সহ শিক্ষা ও ছাত্র বিষয়ক সম্পাদক অলিফ হোসেন.সহ যোগাযোগ সম্পাদক মিনারুল ইসলাম,সদস্য আমিরুল ইসলাম ও আক্কাস আলী।

এসব বিষয়ে জানতে চাইলে নজরুল ইসলাম বলেন, আমি কখনও আওয়ামী লীগের সাথে ছিলাম না। আমি ছাত্রদল,স্বেচ্ছাসেবক দল করেছি। আমি আগে বিএনপির রাজনীতির সাথে জড়িত ছিলাম,এখনো আছি। ভবিষ্যতেও থাকবো। বিএনপি নেতা অধ্যক্ষ কালু আমার রাজনৈতিক গুরু। আমার প্রতিপক্ষ আমার বিরুদ্ধে মিথ্যে অভিযোগ করেছে। তারা প্রমাণ করুক আমি আওয়ামী লীগ করি।

এ বিষয়ে জানতে চাইলে চাটমোহর উপজেলা কৃষকদলের নদন্য নচিব আজাদুল ইসলাম বলেন, অভিযোগ সত্য নয়। কমিটিতে না আসতে পেরে হয়তো তারা এ ধরণের অভিযোগ করেছে। তারা যদি প্রমাণ করতে পারে,তাহলে ব্যবস্থা নেওয়া হবে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।