পাবনার ফরিদপুর উপজেলা বনওয়ারীনগর বাজারে ফেসবুক মোবাইল কর্ণার দোকানে চুরির ঘটনা ঘটেছে। এতে নগদ অর্থ সহ প্রায় ৭ লাখ টাকার চুরি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীর।
বুধবার (৫ মার্চ) সকাল ৮.০০ টার দিকে বনওয়ারীনগর বাজারের মেইন রোড হাজী লবু সুপার মার্কেটে এমন চুরির ঘটনা ঘটেছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে দোকানের কর্মচারী মো: লিখিন বলেন,আমি সকাল ৯.৩০ মিনিট দিকে দোকানে আসি এসে দোকানের সাটার তালা খোলা পায় এবং দোকানের ভিতর প্রবেশ করে দেখতে পায় যে র্যাকে বিভিন্ন কোম্পানির ফোন ছিল তা কোন টাই আর পাই নাই এবং ক্যাশ বাক্সে কোন টাকায় পাই নাই। দোকান মালিক মো: রুবেল বলেন,আমি ঘটনা জানার সাথে সাথে থানায় যোগাযোগ করি এবং একটি লিখিত অভিযোগ করি।
ফরিদপুর থানার অফিসার ইনর্চাজ মো: হাসনাত জামান বলেন, আমরা বিভিন্ন সিসি ফুটেজ এবং ভিডিও সংগ্রহ করে চোরদের ধরার চেষ্টা করছি।